জুমবাংলা ডেস্ক : বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেছেন, বঙ্গবন্ধু মানেই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ যেমন স্বাধীনতা অর্জন করেছে, তেমনি তারই আদর্শে আমরা এগিয়ে চলেছি স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার রূপকল্পে।
বাংলা একাডেমি রবিবার (১৭ মার্চ) দিনব্যাপী নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস ২০২৪ উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠানের সূচনা হয়। ধানমন্ডির ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং একাডেমিতে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ করে বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
একাডেমি প্রাঙ্গণে সকাল ১০টা ৪০ মিনিটে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুবিষয়ক বই প্রদর্শন ও বিক্রয় কর্মসূচি উদ্বোধন করা হয়। ছুটির দিন ছাড়া ২৬ মার্চ পর্যন্ত প্রদর্শন চলবে।
সকাল ১১টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু স্মরণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ মাহফুজ।
‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে /আনব হাসি সবার ঘরে’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বাংলা একাডেমির পরিচালক ড. সরকার আমিন। বঙ্গবন্ধুবিষয়ক একক বক্তৃতা প্রদান করেন বিশিষ্ট গবেষক, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দীন আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।