আমরা ক্রিকেটার, অভিনেতা নই : অশ্বিন

অশ্বিন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় হয়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। সম্প্রতি তিনি ভারতীয় দলে “সুপারস্টার” সংস্কৃতির তীব্র সমালোচনা করেছেন। তার মতে, ক্রিকেটাররা অভিনেতা বা তারকা নন, বরং তারা কেবল ক্রীড়াবিদ এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করাই তাদের মূল লক্ষ্য হওয়া উচিত।

অশ্বিন

নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’-এ অশ্বিন বলেন, ‘ভারতীয় ক্রিকেটকে স্বাভাবিক করা জরুরি। আমাদের দলে এই সুপারস্টার ও সেলিব্রিটি সংস্কৃতি উৎসাহিত করা উচিত নয়। আমরা ক্রিকেটার, অভিনেতা বা সুপারস্টার নই। আমরা ক্রীড়াবিদ এবং এমন কেউ হওয়া উচিত, যাদের সঙ্গে সাধারণ মানুষ নিজেদের তুলনা করতে পারে।’

বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল দুই ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলির উদাহরণ টেনে তিনি বলেন, ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় লক্ষ্যের প্রতি মনোযোগ দেওয়া জরুরি।

‘যদি আপনি রোহিত শর্মা বা বিরাট কোহলির মতো কেউ হন, যিনি এত কিছু অর্জন করেছেন, তাহলে আরেকটি সেঞ্চুরি করা শুধু ব্যক্তিগত সাফল্য নয়। এটি স্বাভাবিক ব্যাপার হওয়া উচিত, আমাদের লক্ষ্য আরও বড় হওয়া দরকার।’

পয়েন্ট হারালো রিয়াল, ফা.ক ই.উ বলে লাল কার্ড দেখেছেন বেলিংহাম

ভারতীয় দল শনিবার দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছে, যেখানে ২১ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানানোয় ভারত তাদের সব ম্যাচই দুবাইতে খেলবে।