কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান করেছেন এবং ওয়াশিংটনের হাতে মিত্র দেশ ভেনেজুয়েলার নেতা আটক হওয়ার পর শেষ রক্তবিন্দু দিয়ে হলেও নিজের দেশকে রক্ষার অঙ্গীকার করেছেন।
রোববার এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘কিউবা একটি স্বাধীন, সার্বভৌম ও মুক্ত রাষ্ট্র। আমাদের কী করতে হবে—তা কেউ বলে দিতে হবে না।’
আরও পড়ুনঃ নতুন পাঠ্যবইয়ে উঠে এলো ভোট ডাকাতির ইতিহাস
তিনি আরো বলেন, ক্যারিবীয় এই দ্বীপরাষ্ট্র ‘শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়েও স্বদেশ রক্ষায় প্রস্তুত’।
এর আগে কিউবাকে দ্রুত ‘চুক্তি করার’ আহ্বান জানিয়ে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, ‘কিউবায় আর কোনো তেল বা অর্থ যাবে না—শূন্য! আমি জোরালোভাবে পরামর্শ দিচ্ছি, খুব দেরি হয়ে যাওয়ার আগেই তারা একটি চুক্তি করুক।’
সূত্র: গ্লোবাল টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


