স্পোর্টস ডেস্ক: তার আয়োজিত বিতর্কিত টেনিস প্রতিযোগিতা নিয়ে অবশেষে মুখ খুললেন বিশ্বের ১ নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। তিনি বলেছেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে খলনায়ক বানানোর চেষ্টা হয়েছে।
শুধু তাই নয়, জোকোভিচ জানিয়েছেন, ৩১ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র ওপেনে খেলবেন কি না, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি তিনি।
সবকিছু খোলাসা করে সার্বিয়ার একটি সংবাদপত্রকে জোকোভিচ বলেছেন, যে সব সমালোচনা আমাকে নিয়ে করা হয়েছে, তা অত্যন্ত কদর্য।
তিনি আরও বলেন, সেগুলো শুধুই সমালোচনা বলা যাবে না। অনেকটাই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমাকে আক্রমণ করা হয়েছে। একটা বড় নামকে যেন টেনে নামাতে হবে, এমনই অভিসন্ধি ছিল। যেনতেন প্রকারে তাকে বিদ্ধ করতেই হবে, এটাই ছিল লক্ষ্য।
সার্বিয়া এবং ক্রোয়েশিয়ায় জোকোভিচের আয়োজিত ‘আদ্রিয়া টুর টেনিস’ প্রতিযোগিতা নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়। কারণ, সেখানে অংশ নেওয়া একাধিক খেলোয়াড় এবং ফিটনেস বিশেষজ্ঞরা করোনাভাইরাসে আক্রান্ত হতে থাকেন। সস্ত্রীক জোকোভিচ স্বয়ংও আক্রান্ত হন।
অনেকেই বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়কে এর জন্য কাঠগড়ায় দাঁড় করাতে থাকেন। একাধিক ভিডিও এবং ছবিতে দেখা যায়, প্রতিযোগিতা চলাকালীন করোনা-বিধিকে তুচ্ছ করে খেলোয়াড়েরা আলিঙ্গন করছেন। শারীরিক দূরত্ববিধি মানছেন না। এমনকি, নৈশ পার্টিও করেন তারা।
কিন্তু সকলকে মনে করিয়ে দিয়ে জোকোভিচ বলেন, আমার উদ্দেশ্য খারাপ ছিল না। করোনার কারণে দীর্ঘ দিন টেনিস খেলা বন্ধ ছিল। সমস্যায় থাকা খেলোয়াড়, টেনিস সংস্থাদের পাশে দাঁড়ানোর মানবিক উদ্দেশ্য নিয়ে একটা প্রতিযোগিতার আয়োজন করতে চেয়েছিলাম।
বিশ্বের ১ নম্বর টেনিস তারকা দাবি করেন, আমরা সব রকম নিয়মকানুন মেনেই চলার চেষ্টা করেছিলাম। কিন্তু একটা বড় শিক্ষা পেয়েছি। কতগুলো জিনিস নিশ্চয়ই অন্য রকম ভাবে করা যেত।
তবে সার্বিয়ার বেলগ্রেডে ১৩ ও ১৪ জুন প্রতিযোগিতার প্রথম পর্বে করোনা-বিধি একেবারেই মানা হয়নি। সারা বিশ্বে যেখানে আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত দর্শকশূন্য স্টেডিয়ামে হচ্ছে, সেখানে বেলগ্রেডে খেলা দেখতে হাজির ছিলেন চার হাজার দর্শক।
ক্রোয়েশিয়ার জাদারেও প্রায় সমসংখ্যক দর্শক হয়েছিল। ক্রোয়েশিয়া সরকার ঘোষণা করে, দর্শকদের দু’মিটার ব্যবধান রাখার দূরত্ব-বিধি মানতে হবে। কিন্তু জোকোভিচ এবং রাশিয়ার আন্দ্রে রুবলেভের মধ্যে ফাইনাল বাতিল করে দিতে হয় গ্রিগর দিমিত্রভের করোনা ধরা পড়ায়।
মন্টেনেগ্রো এবং বসনিয়ায় পরের দু’টি পর্বও বাতিল করে দিতে হয় এবং ক্রীড়া বিশ্বে বিতর্কের ঝড় ওঠে জোকোভিচ এবং তার আয়োজিত প্রতিযোগিতা নিয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।