আমাকে চাইলেই পাওয়া যায় না: রুনা খান

বিনোদন ডেস্ক : ঢাকার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান সবসময় তার অভিনয়গুণ এবং ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের মন জয় করে আসছেন। সম্প্রতি একটি অনুষ্ঠান সাংবাদিকরা প্রশ্ন তোলেন।আপনাকে শোরুম উদ্বোধন করতে দেখা যায় না কেন ?

জবাবে রুনা খান বলেন, “আমি যা করি, তার বহু কিছু করি না। আমাকে চাইলেই পাওয়া যায় না।”

তার এই মন্তব্যে বোঝা যায়, রুনা খান নিজেকে বেছে কাজ করার পাশাপাশি তার ব্যক্তিত্বের অনন্যতা বজায় রাখতে চান। তিনি কেবল নিজের পছন্দ ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাজেই যুক্ত হতে পছন্দ করেন।

ভেঙেই গেল ঐশ্বরিয়ার সংসার!

অনুরাগীরা তার এই বক্তব্যের প্রশংসা করছেন। অনেকেই বলছেন, তার মতো শিল্পীদের এ ধরনের অবস্থান তারকার মর্যাদা বাড়ায় এবং অনুপ্রেরণা জোগায়।

রুনা খান বর্তমানে বেশ কিছু নতুন প্রজেক্টে কাজ করছেন বলে জানা গেছে, যেগুলো তার ভক্তদের জন্য বিশেষ চমক হয়ে আসবে।