আমাকে জামাকাপড়টা অন্তত পড়তে দাও : প-র-কী-য়া-য় মত্ত স্ত্রী বললেন স্বামীকে

আমাকে জামাকাপড়টা অন্তত পড়তে দাও : পরকীয়ায় মত্ত স্ত্রী বললেন স্বামীকে

‘আমাকে জামাকাপড়টা অন্তত পড়তে দাও!’ পরকীয়ায় মত্ত স্ত্রী-কে হাতেনাতে ধরলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক : প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে ধরে ফেলেন তাঁর স্বামী। জল এতদূর গড়ায় যে, সেখানে পুলিশকেও ডাকা হয়। এই ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। হাতেনাতে ধরা পড়ে গেলেন স্ত্রী।

আমাকে জামাকাপড়টা অন্তত পড়তে দাও : পরকীয়ায় মত্ত স্ত্রী বললেন স্বামীকে

 আজকাল দাম্পত্য কলহ আর বাড়ির চৌহদ্দির মধ্যে থাকছে না। তা চলে আসছে সোশ্যাল মিডিয়ায়। এতটাই দাপট এই নেটদুনিয়ার। সাম্প্রতিক অতীতে আমরা এমন একাধিক ঘটনা দেখেছি, যেখানে স্বামী-স্ত্রীর ঝগড়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কখনও পরকীয়া (Extramarital) কারণে ঝামেলা, কখনও বা অন্য কোনও কারণে হাতাহাতির কাণ্ড পর্যন্ত ঘটেছে। কিছু সময় তো আবার এমনও দেখা গিয়েছে, যখন স্বামী বা স্ত্রীর কেউ পরকীয়ার সময় হাতেনাতে ধরা পড়ে গিয়েছেন। তেমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে ফের। সেখানে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে (Wife) ধরে ফেলেন তাঁর স্বামী (Husband)। জল এতদূর গড়ায় যে, সেখানে পুলিশকেও ডাকা হয়। এই ভিডিও তুমুল ভাইরাল হয়েছে।

টুইটার ভিডিওটি শেয়ার করা হয়েছে Ghar Ke Kalesh নামক একটি পেজ থেকে। ভিডিওতে দেখা গেল, একটি ঘরে প্যান্ট পরছেন এক যুবক। হঠাৎই সেখানে আগমন হয় এক মহিলার। তিনি বলতে থাকেন, “আমাকে জামাকাপড়টা অন্তত পড়ে দাও!” কিন্তু তাঁর স্বামী যেন শোনার পাত্র নন। কারণ, পুলিশও সেখানে অপেক্ষা করে বসে আছেন। মহিলার প্রেমিক প্রস্তুত হতেই পুলিশ তাঁকে বলতে থাকেন, “থানায় চলো! এবার তোমাকে পরকীয়ার মজা দেখাবো।”

গত 4 মে ভিডিওটি টুইটারে শেয়ার করা হয়েছে। তারপর থেকে ভিডিওর ভিউ 118.9K। নেটিজ়েনরা এই ভিডিও দেখার পর আড়াআড়ি ভাবে বিভক্ত হয়ে গিয়েছেন। কেউ ওই মহিলার ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার কথা বলেছেন, তো কেউ আবার বলেছেন, মহিলা যা করেছেন তার থেকে এটা কোনও অংশেই বেশি শাস্তির হতে পারে না।