আমাজন ইকো যাকে সংক্ষেপে ইকো বলা হয়, আপনি এটাকে স্মার্ট স্পিকার বলতে পারেন এবং এটি মূলত আমেরিকান ব্রান্ড থেকে তৈরি যা আমাজন নিজে ডেভেলপ করেছে। ভয়েসের মাধ্যমে আপনি এটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন।
এটার ফিচার নিয়ে মূলত আজকে আলোচনা করা হবে। ভয়েস ইন্টারঅ্যাকশন, মিউজিক, করনীয় কার্যাবলী তৈরি করা, এলার্ম সেট করা , পটকাস্ট শোনা, অডিও বুক প্লে করা, আবহাওয়া, ট্রাফিক বিভিন্ন তথ্য খোঁজা এসব কাজ এই আমাজনের ডিভাইস দিয়ে সম্ভব।
এটি এমন একটি স্মার্ট ডিভাইস যা ঘরের অন্যান্য স্মার্ট ডিভাইসকে কন্ট্রোল করতে পারে। এই ডিভাইসটি সকল ধরনের speech শুনতে পারে, মনিটরের সাউন্ডও সনাক্ত করতে পারে। তবে এর মাইক্রোফোন বন্ধ করে দিতে হলে আপনাকে নিজেই সেটা করতে হবে। ওয়ারলেস ইন্টারনেট কানেকশন ছাড়া এটি কাজ করতে পারবে। amazon অ্যাকাউন্ট দিয়ে ইকো ডিভাইসটি ব্যবহার করতে হবে।
আবহাওয়ার তথ্য নিয়মিত সঠিকভাবে দিতে সক্ষম এটি। লোকাল রেডিও স্টেশন থেকে গান সহ সব ধরনের অনুষ্ঠান সম্প্রচার করতে পারবে আমাজন এর এ ডিভাইস। আমাজন একাউন্ট থাকলে আপনি সেখান থেকে গান শুনতে পারবেন তাছাড়া অন্যান্য যেসব মিউজিক স্ট্রিমিং সাইট আছে সেখানে আপনার এক্সেস থাকবে।
গুগল ক্যালেন্ডার ব্যবহার করতে পারবেন, শপিং এর লিস্ট তৈরি করতে পারবেন। ভয়েস কন্ট্রোল ফিচার ব্যবহার করে যে কোন কাজই করতে পারবেন। এটি অনেক স্কিলফুল একটি ডিভাইস। আপনার কোন প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর দিতে সক্ষম এটি। আশেপাশের রেস্টুরেন্ট থেকে কোন খাবার অর্ডার করার করতে পারবেন। তাছাড়া এটি বিভিন্ন গেমস খেলা তে আপনার সঙ্গী হতে পারে। নানা বৈচিত্রে ভরা এ ডিভাইস আপনার নিয়মিত সঙ্গী হতে পারে।
আপনি চাইলে স্মার্টফোনের অ্যাপ এর মাধ্যমে অপশনগুলো এক্সপ্লোর করে দেখতে পারবেন এবং এটির নানা ফিচার ব্যবহার করতে পারবেন। মাইক্রোফোনের স্পিকারের সাথে এটা কানেক্ট করতে পারবেন। ভলিউম আপ-ডাউন করতে পারবেন। স্পিচ রেকোগ্নিশন এর ক্ষেত্রেও এটি পারদর্শী।
নিয়মিত সফটওয়্যার আপডেটের মাধ্যমে আমাজন এটাকে আগের থেকে আরও পারদর্শী করে তুলছে। কোন সমস্যা থাকলেও নতুন আপডেটের মাধ্যমে তার সমাধান এর ব্যবস্থা করা হয়। খেলার লাইভ আপডেট পেয়ে যাবেন এই অ্যাপ এর মাধ্যমে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।