আয়তনের দিক থেকে অন্য যেকোন নদীর থেকে আমাজন নদীতে বেশি মিঠা পানি রয়েছে। পৃথিবীর সবথেকে বড় প্রজাতির ডলফিনের থাকার জায়গা আমজন নদী। এখানে আরো আছে ১০০ প্রজাতির বৈদ্যুতিক মাছ, ৬০ জাতির পিরানহা ও আছে আরো অনেক কিছুই। তবে শুধু সেতুর দেখা মিলবে না এখানে।
মানুষ যেখানে সাগরে সেতু বানিয়ে ফেলতে সক্ষম হয়েছে সেখানে কেন আমাজন নদীতে সেতু নেই এটা ভেবে দেখার বিষয়। ৬৯২০ কিলোমিটার দীর্ঘ আমাজন এর বেসিনে ৩০ মিলিয়নের বেশি মানুষ বাস করে। ব্রাজিল সরকার নদীটির উপরে কোন সেতু নির্মাণ করেনি।
আসলে আমাজন নদীর দুই তীরে কম মানুষ বাস করে। মানুষ পণ্য আদান প্রদান করে নৌকা এবং ফেরিতে করে। সেতু নির্মাণ হলে এসব কাজ একটু দ্রুত হবে আর কোন লাভ হবে না। আমাজনের বেসিন সেতু নির্মাণের জন্য বেশি দুর্গম।
সেতু নির্মাণে অনেক প্রাকৃতিক বাঁধার সম্মুখীন হতে হবে। শক্তিশালী এবং শক্ত মাটি লাগবে যেন সেতুর পিলারের ভার সহ্য করতে পারে। জলাভূমি এবং নরম মাটিতে এ ধরনের সেতু নির্মাণ অনেক ব্যয়বহুল। ঋতুর পরিবর্তনের ফলে নদীর নাব্যতা এবং গভীরতার পরিবর্তন ঘটে।
নদীর তীরের কোথা থেকে সেতু আরম্ভ হয়ে কোথায় গিয়ে শেষ হবে সে সিদ্ধান্তে আসাটাও কঠিন। সেতু নির্মাণের ফলে এটি যদি পানির নিচে চলে যায় তাহলে কোন কাজে আসবে না। আসলে আমাজনের ইকো সিস্টেম এবং জীব বৈচিত্র ধরে রাখার জন্যই সেতু নির্মাণ না করাটাই সুবিধাজনক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।