১২ ও ১৩ জুলাই আমাজন প্রাইমে বিভিন্ন পণ্যের উপরে অফার চালু থাকবে। যারা আমাজন প্রাইম থেকে নিয়মিত শপিং করেন তাদের জন্য এটি অবশ্যই সুখবর। টেক প্রোডাক্ট, গেজেট, স্মার্ট ডিভাইস ইত্যাদি পণ্যের উপরে বিশেষ ডিসকাউন্ট থাকবে।
তবে যারা আমাজন প্রাইমে সাবস্ক্রিপশন করেছেন শুধুমাত্র তাদের জন্যই এই ডিসকাউন্ট অফার চালু থাকবে। যারা মাঝারি বাজেটের মধ্যে স্মার্ট টিভি কিনতে যান তাদের জন্য বেশ কিছু অফার দিচ্ছে আমাজন প্রাইম। ইন্সিগনিয়া ৩২ ইঞ্চি স্মার্ট টিভি, তোশিবা ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি, ইন্সিগনিয়া ৭০ ইঞ্চি স্মার্ট টিভি; স্মার্ট টেলিভিশন কিনতে চাইলে এই তিনটি এখন বাজেটের মধ্যে বেস্ট অপশন হতে পারে।
ইন্সিগনিয়ার দুটি টেলিভিশনের দাম যথাক্রমে ৯ হাজার টাকা এবং ৪৮ হাজার টাকা। আর তোশিবা ৫৫ ইঞ্চি স্মার্ট টেলিভিশনটির দম প্রায় ৩৫ হাজার টাকা। সিকিউরিটি টাইপ প্রোডাক্ট এর ক্ষেত্রে বেশ কিছু অফার চালু থাকবে। ব্লিংক আউটডোর একটি প্রোডাক্টের নাম যার মাধ্যমে আপনি ঘরের বাইরে থাকলেও আপনার বাসার মধ্যে ২৪ ঘন্টা ক্যামেরার মাধ্যমে নজরদারি করতে পারবেন।
আপনি অ্যাপের মাধ্যমে এটি কন্ট্রোল করতে পারবেন। ব্যাটারির মাধ্যমে এ ডিভাইসটি পরিচালিত হয়ে থাকে। অডিও এবং ভিডিও দুটিই এই ডিভাইসে সাপোর্ট করে। এর প্রাইজ ৮ হাজার টাকা।
হোম সিকিউরিটির ক্ষেত্রে ব্লিঙ্ক মিনি ডিভাইসটি ব্যবহার করতে পারেন। এটি ১০৮০পি এইচডি ক্যামেরা সাপোর্ট করে ও বাসার ওয়াইফাই এর সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। এলেক্সার সাথে এটি কানেক্ট হয়ে যেতে পারে। বিনা অনুমতিতে ঘরে কেউ প্রবেশ করলে আপনি স্মার্ট ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন।
ফিটনেস ঠিক রাখার জন্য এখন অনেকেই স্মার্টওয়াচ ব্যবহার করে। আমাজন হ্যালো ভিউ নামে একটি স্মার্ট ফোন এখন চার হাজার টাকায় অফারে বিক্রি হচ্ছে। আপনার শরীরের ফিটনেস সম্পর্কিত নানা তথ্য এই ডিভাইসের মাধ্যমে পেয়ে যাবেন। হার্ট রেট, কত ঘন্টা ঘুমানো প্রয়োজন, রক্তে অক্সিজেনের উপস্থিতি এসব বিষয়ে আপনাকে তথ্য দিবে।
ইকো ফ্রেম নামে একটি চশমাও আমাজন প্রাইমে অফারে বিক্রি হবে। তবে এটির দাম প্রায় 12 হাজার টাকা। এই চশমা সবথেকে বড় সুবিধা হচ্ছে আপনার চোখকে সব ধরনের ক্ষতিকর আলোকরশ্মি হতে রক্ষা করবে। এখানে অডিওর কানেকশন আছে। এর ফলে আপনি মিউজিক শুনতে পারবেন এবং একবার চার্জ দিলে প্রায় দুই ঘন্টা ব্যবহার করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।