আমাজন ফায়ার কিউবের ২য় জেনারেশনের ডিভাইসটি ২০১৯ এ রিলিজ করা হয়েছিল। চমৎকার ফিচারের জন্য এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলো। সম্প্রতি এটির ৩য় ভার্সন ভারতের বাজারে বের হয়েছে।
আপনি এটিকে টিভি ইকো সিস্টেমও বলতে পারেন। স্ট্রিমিং ডিভাইস হিসেবে এটি সবথেকে ভালো কাজ করে। সাথে মাইক্রোফোন ও স্পিকারের সুবিধাও দেওয়া আছে।
এ ডিভাইসের কল্যানে আপনি হ্যান্ড ফ্রী স্ট্রিমিং এর সুবিধা পাবেন। কেননা রিমোট কন্ট্রোল ফিচারের মাধ্যমেই আপনি এটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন।
মাইক্রোফোনের সাহায্য নিয়ে এলেক্সা সিস্টেমের সাথে কথা বলতে পারবেন বা কমান্ড দিতে পারবেন। 4K রেজুলেশন বজায় রেখে স্ট্রিমিং এর সুবিধা পাচ্ছেন।
নেটফ্লিক্স, আমাজন প্রাইম এবং ডিজনি প্লাস এর সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন। ডিভাইসের সাথে ডলবি এটমোস ফিচারের সুবিধা থাকবে। এটি আপনি সহজে এইচডিএমআই ক্যাবলের মাধ্যমে টেলিভিশনের সাথে সংযুক্ত করতে পারবেন।
ফায়ার টিভি কিউব (৩য় জেন) স্ট্রিমিং ডিভাইসের পাশাপাশি অ্যালেক্সা ভয়েস রিমোট প্রো ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করেছে। আলোচ্য প্রোডাক্টটি একটি স্পিকার সহ ‘রিমোট ফাইন্ডার’ ফিচারের সাথে এসেছে।
ফলে ডিভাইসটি যদি আশেপাশে থাকে, তবে এই স্পিকার শব্দ নির্গত করার মাধ্যমে ব্যবহারকারীদের রিমোটের অবস্থান সনাক্ত করতে সহায়তা করবে। আর এই রিমোটকে অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে ফায়ার টিভি অ্যাপের মাধ্যমে সক্রিয় করা যেতে পারে।
অ্যামাজন দাবি করেছে যে, এই নতুন ফায়ার টিভি কিউব পূর্ববর্তী প্রজন্মের ডিভাইসগুলির তুলনায় ২০% বেশি শক্তিশালী। কেননা এতে নতুন ২.০ গিগাহার্টজ ক্লক রেটের অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।
তবে পূর্বসূরির মতো এটিও, আল্ট্রা-এইচডি রেজোলিউশন এবং ডলবি ভিশন সাপোর্ট সহ হাই ডাইনামিক রেঞ্জে কনটেন্ট প্রদর্শন সাপোর্ট করে। এছাড়া, ফায়ার টিভির ইউজার ইন্টারফেস – বিভিন্ন প্রকারের অ্যাপ, গেম এবং স্ট্রিমিং পরিষেবার অ্যাক্সেস সহ এসেছে। আর এর রিটেল বক্সে আলেক্সা ভয়েস রিমোট অন্তর্ভুক্ত করা হয়েছে।
অ্যামাজন ফায়ার টিভি কিউব (৩য় জেন) অত্যাধুনিক ডিজাইন সহযোগে এসেছে। অর্থাৎ এর বাইরের দিক ফ্যাব্রিক দিয়ে মোড়া এবং এতে রাউন্ডেড এজ দেখা যাবে।
তদুপরি, আলোচ্য স্ট্রিমিং ডিভাইসটিতে অতিরিক্তভাবে একটি এইচডিএমআই (HDMI) ইনপুট পোর্ট দেওয়া হয়েছে, যা ব্যবহারকারীদের ফায়ার টিভি কিউবের রিমোট এবং ভয়েস কন্ট্রোল ফিচার ব্যবহার করার জন্য ডিটিএইচ (DTH) সেট-টপ বক্সের সাথে সংযুক্ত করার অনুমতি দেয়৷
১৪০০০ রুপি বা ২২০০০ টাকায় Amazon Fire TV Cube ডিভাইসটি পেয়ে যাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।