স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ২-০তে হারিয়ে ইতোমধ্যে সিরিজ জিতে নিয়ে শ্রীলঙ্কা দল। আর ৩য় ম্যাচে আগামীকাল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা দল। আর এই ব্যাপারেই কথা বলেছেন শ্রীলঙ্কার অধিনায়ক করুণারাত্নে।
এই ব্যাপারে তিনি বলেন, ‘আসলে কি আমাদের প্রথম থেকেই টার্গেট ছিল বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা। আর প্রথম থেকেই আমরা সিরিজ জিতে নিয়েছি। আর এখন আমাদের টার্গেট বাংলাদেশ দলকে হোয়াইটওয়াশ করা।’
শ্রীঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের টানা দুইটিতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। আর একটি ম্যাচ বাকি আছে। হোয়াইটহোয়াশের লজ্জা থেকে বাঁচতে যেভাবেই হোক আগামী ম্যাচে জয় তোলে নিতে হবে তামিমদের। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ।
প্রথম দুই ওয়ানডে সিরিজ হারায় এখন শেষ ম্যাচে হোয়াইট ওয়াশ এড়াতে একাদশে দুইটি পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট, টপ অর্ডারে সুযোগ পাওয়া মিথুনের ব্যর্থতা ভাবাচ্ছে বাংলাদেশকে। মিথুন আসলে টপ অর্ডারে খেলার মত দক্ষ নয়, মিডল অর্ডারে ঠিক আছে। তাই শেষ ম্যাচে মিথুনের পরিবর্তে তিন নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।