পার্সী নারীদের মধ্যে এক অন্যরকম মাদকতাময় সৌন্দর্য আছে। বলিউডের অভিনেত্রী আমায়রা দস্তুরও তার ব্যতিক্রম নন। অভিষেক হয়েছিল সেই ২০১৩ সালে স্টারকিড প্রতীক বাব্বরের বিপরীতে। খুব বেশি নজর কাড়তে না পারলেও অভিনয় করেছেন আমায়রা হিন্দি, তেলেগু আর পাঞ্জাবি সিনেমায়। এরপর ওয়েবসিরিজ ‘বম্বাই মেরে জান’ দিয়ে আবার লাইমলাইটে আসেন।
এখন ফ্রেশ লুকের সন্ধান পেতে সকলে আবার আগ্রহী হয়ে উঠছেন তাঁর প্রতি। জানা যাচ্ছে, বিভিন্ন সিনেমা আর সিরিজে দেখা যাবে এই পার্সী সুন্দরীকে। আমায়রা এমনিতে ফ্যাশন ইভেন্টগুলোতে প্রায়ই নজর কাড়েন। ইন্সটাগ্রামে ঢুঁ মেরে চলুন দেখে নিই তাঁর আকর্ষণীয় যত লুক। করসেট টপের মেটালিক ফিনিশের থাই স্লিট প্যাস্টেল গাউনে আমায়রা।
ফ্লোরাল গোলাপি লেহেঙ্গা পরেছেন তিনি। ডিপ সুইটহার্ট নেকলাইনের এথনিক ওয়্যারে খোলা চুলে আকর্ষণ ছড়াচ্ছেন এই সুন্দরী। স্ট্রাকচার্ড টু পিসে দেখা যাচ্ছে তাঁকে। ডেনিম অন ডেনিম লুকে আমায়রা। ওয়ান শোল্ডার মেরুন থাই স্লিট গাউনে আবেদন ছড়াচ্ছেন তিনি। সিকুইনের লাল স্লিপড্রেসে আমায়রা।
এখানে পার্সী সুন্দরী পরেছেন ব্রঞ্জ সিকুইনের টপ আর হাই ওয়েস্ট স্কার্ট। নুডল স্ট্র্যাপের পাঞ্জাবি কুর্তা আর শারারা সেটে শুভ্র লুকে আমায়রা। শাড়ির দেশি লুকেও সমান সুন্দর তিনি। সঙ্গে পরেছেন ঝুমকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।