আমার একুশ ক্যাম্পেইনে যমুনা প্লাজায় চলছে ৩০% পর্যন্ত ছাড়

জুমবাংলা ডেস্ক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যমুনা প্লাজায় চলছে ‘আমার একুশ ক্যাম্পেইন’। এই ক্যাম্পেইনের আওতায় বাছাইকৃত পণ্যে ৩০% পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

দেশ সেরা ব্যান্ড যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস এর দেশব্যাপী সব প্লাজায় এই বিশেষ অফারটি ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু করে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বাংলা ভাষা প্রচারের জন্য প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। যমুনা ইলেকট্রনিক্স এই দিবসটির গুরুত্ব বিবেচনা করে এবং গ্রাহকদের কম দামে সর্বোচ্চ গুণগতমানের ইলেকট্রনিক্স পণ্য স্বল্প মূল্যে কেনার সুযোগ করে দেওয়ার মাধ্যমে যমুনা এই গুরুত্বপূর্ণ দিনটি উদযাপন করতে পেরে গর্বিত।

যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস-এর মার্কেটিং এজিএম রুহুল কে. সাগর বলেন, ‘শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা আমরা বিশ্বাস করি যে ভাষা ও সংস্কৃতি আমাদের পরিচয়ের সারাংশ। ভাষার মাসে গ্রাহকদের এই বিশেষ অফার দিতে পারায় আমরা আনন্দিত।’

তিনি আরও বলেন, আমরা ভাষার গুরুত্ব স্বীকার করি এবং বাংলা ভাষাকে সম্মান করতে সবাইকে উৎসাহিত করতে চাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মানে একটি বিশেষ অফার ‘আমার একুশ’ ঘোষণা করতে পেরে আনন্দিত।’

দেশীয় পণ্যে সাজুক আপনার সংসার! এই অফারে বাছাইকৃত পণ্যগুলিতে ৩০% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।

‘আমার একুশ’ ক্যাম্পেইনে রয়েছে যমুনা যমুনা ইলেক্ট্রনিক্সের রেফ্রিজারেটর, ডীপ ফ্রিজ, গ্যাসের চুলা, ওয়াশিং মেশিন, এলইডি টিভি, এসি, মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার, ব্লেন্ডারসহ যাবতীয় হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স মোটরসাইকেল সহ বাছাই করা পণ্যের উপর ৩০% পর্যন্ত ছাড়!

গ্রাহকরা এই অফারটি ১৯ ফেব্রুয়ারী থেকে ২৩ ফেব্রুয়ারী, ২০২৩ পর্যন্ত অনলাইনে এবং সারা দেশে যমুনা ইলেক্ট্রনিক্সের প্লাজা থেকে উপভোগ করতে পারবেন।

প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন স্টোরেঃ https://www.estorejamuna.com

যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস এর ব্র্যান্ড ডেভেলপমেন্ট ডিজিএম সালাউদ্দিন আল-হোসেন বলেন, ‘আমরা আমাদের গ্রাহকদের এই আকর্ষণীয় অফারের সুবিধা নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে একাত্মতা প্রকাশ করছি।’

তিনি বলেন, দেশের সব জনগোষ্ঠীর ও গ্রাহকদের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে যমুনা ইলেকট্রনিক্স সব সময় গুণে-মানে সেরা দেশের সবমানুষের জন্য যমুনা পণ্য তৈরী করে থাকে। এই একুশ অমাদের্ মাতৃভাষা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ ও গুরুত্বের কথাও মনে করিয়ে দেয়।
যমুনার পণ্য কিনলেই সবচেয়ে সহজ কিস্তি সুবিধা, ক্যাশব্যাক, নিশ্চিত ডিসকাউন্ট, ১২ মাস পর্যন্ত 0% ইন্টারেস্ট এ EMI সুবিধাসহ আরো অনেক কিছু পাবেন গ্রাহকরা।’

যমুনা প্লাজা লোকেশন জানতে ভিজিট করুন এই লিঙ্কে: https://www.estorejamuna.com/store-locator