আমার কাছে ২টা চু মু চেয়েছিলেন নির্বাচন কমিশনার : নিপুণ

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা নিপুণ।

নিপুণ

গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ দিন পীরজাদা শহীদুল হারুন আপত্তিকর কথা বলেছিলেন বলে দাবি করেছেন নিপুণ।

রোববার (৩০ জানুয়ারি) বিকালে প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিপুণ বলেন—‘নির্বাচন কমিশনার পীরজাদা হারুন ভোটের দিন সকালে আমার কাছে ২টা চু মু চেয়েছিলেন। সেখানে আমাদের প্যানেলের জেসমিন ছিল। তাকে থাপড়ানো উচিত; আর কোনো সিনেমা বা নাটকে হারুনকে নেওয়া উচিত না।’

শিক্ষকদের জন্য বিশাল সুখবর

নিপুণের অভিযোগ—জায়েদ খানকে পরিকল্পিতভাবে জিতিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে নিপুণ বলেন, ‘জায়েদ খান, এফডিসির এমডি আর নির্বাচন কমিশনার পীরজাদা হারুন একটি চক্র। তারা সবাই মিলে জায়েদ খানকে জিতিয়ে দিয়েছে। তারা টাকা দিয়ে ভোট কিনেছে ভিডিওতে সেটা দেখা গেছে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন—ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, আফজাল শরীফ, সাইমন সাদিক, জেসমিনসহ অনেকেই।