বিনোদন ডেস্ক : বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের কুইজ অনুষ্ঠানে অংশ নিয়ে ১ লাখ টাকা পুরস্কার পেয়েছিলেন জনপ্রিয় অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান। অথচ, পুরস্কারের পুরো টাকাটাই সহশিল্পীকে দিয়ে দিয়েছিলেন তিনি।
ছোট পর্দার অভিনেত্রী আফরোজা হোসেন গত দেড় বছর ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত। প্রথম দিকে দেশে চিকিৎসা নিলেও গত ৩ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে মুম্বাই নেওয়া হয়। কিন্তু তার চিকিৎসায় বিপুল অর্থ খরচ হচ্ছে। এ অবস্থায় আফরোজা হোসেনের চিকিৎসার জন্য পুরস্কারের পুরো ১ লাখ দিয়েছেন রওনক।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক অভিনেতা রওনক হাসানের এমন কাজে অনেকেই তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। সেই কাতারে আছেন অভিনেতা ও নির্মাতা আনিসুর রহমান মিলন। এই অভিনেতা রওনকের একটি ছবি ফেসবুকে শেয়ার দিয়ে লিখেন, রওনক হাসান ২০০০ সাল থেকে টেলিভিশন এবং চলচ্চিত্রে অক্লান্ত পরিশ্রম করে গড়ে উঠা একজন অভিনয় শিল্পী। আমার বন্ধু বলতে গর্ব হয় আজকের রওনককে। নিজ যোগ্যতায় “ওভার রেটেড” এক্টরদের সাথে পাল্লা দিয়ে আজ তার অবস্থান সকলের নজরে। সাধুবাদ তোমাকে রওনক, যত বড় শিল্পী তুমি তারচেয়েও বড় তুমি মানুষ। আমাদের সহ শিল্পী আফরোজা অপার অসুস্থতায় নিজের অর্জিত পুরস্কারের অর্থ পুরোটাই তুমি তার চিকিৎসা ব্যায় বাবত দিয়ে তার পাশে দাঁড়িয়েছ তাই তোমাকে সাধুবাদ এবং কৃতজ্ঞতা। আমি এতটুকু জানি অভিনয় শিল্পী সংঘেৱ সাধারণ সম্পাদক হিসেবে নয়, তুমি সাধারণ শিল্পী হয়ে আফরোজা অপার পাশে আছো। আফরোজা হোসেন অপার দ্রুত সুস্থতা কামনা করি।
প্রসঙ্গত, গত বছর ক্যানসার ধরা পড়ে অভিনেত্রী আফরোজা হোসেনের। শুরুতে দেশেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য মুম্বাই নেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।