ছোট পর্দার অভিনেত্রী ও মডেল কেয়া পায়েল। মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। উপহার দিয়েছেন অসংখ্য নাটক।
এবার ঈদে মুক্তি পেয়েছিল ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল অভিনীত নাটক ‘বান্টির বিয়ে’। নাটকটি বেশ দর্শকপ্রিয়তাও পায়। তবে এই নাটকের শুটিং সেট থেকে খোশগল্পে মেতে উঠেছিলেন কেয়া পায়েল। এ সময় নাটকের কনে চরিত্রে থাকা কস্টিউমে দেখা যায় তাকে, মজার ছলে ছলে বলেন নানা কথা।
তারই একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল। এ সময় কেয়াকে বলতে শোনা যায়, ‘আমাকে অনেকেই বল, আমাকে মেকআপ ছাড়াই ভালো লাগে। ইভেন আমি যেই কাজগুলো করেছি, লাইট মেকআপ এ, ওই কাজগুলোই বেশি প্রশংসিত হয়েছে।’
বয়স ও বয়সের ছাপ প্রসঙ্গে অভিনেত্রী মজা করে বলেন, ‘আমার বয়স ১২ তেই ঠেকে আছে। এরপর আর বাড়ে নাই বোধহয়। মানে বয়স যতোই বাড়ুক, মনের দিক থেকে আমি আসলে মনে করি আমার বয়স এখনও ১২, ওই ছোটবেলার পায়েলই আছি।’
‘জংলি’তে ছোট্ট পাখি চরিত্রে অভিনয়ে মুগ্ধ দর্শক, কে এই নৈঋতা?
বিয়ে প্রসঙ্গে পায়েল বলেন, ‘ওই স্বপ্ন তো দেখাই হয়। বউ সাজব, আমার বিয়েতে নাচব, আমি কি কাঁদব নাকি কাঁদব না, নানান কিছু ভাবা হয় আসলে। এটা প্রতিটা মেয়ের জন্যই স্বপ্ন, এটি নিয়ে সবাই ভাবে- ওই জিনিসটাই হয় মাঝে মাঝে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।