বেশ কিছুদিন আগেই কাশ্মীর নিয়ে বিতর্কিত সিদ্ধান্ত নেয় ভারত সরকার। ৩৭০ ধারা বাতিল করে তারা। তবে এবার আসাম নিয়েও বিতর্কের শুরু করে ভারত সরকার। আসাম থেকে নাগরিকত্ব দেওয়া হয়নি ১৯লাখ নাগরিকের।
এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি দিল্লীতেও এনআরসি তালিকা করা হবে বলে জানিয়েছেন।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রুটিমুক্ত এনআরসি তালিকা তৈরিতে ব্যর্থ হয়েছেন বলে কড়া সমালোচনা করেছেন আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। তিনি বলেন,‘এনআরসি যে প্রক্রিয়ায় তালিকা প্রকাশ করে তাতে আমি অখুশি। অনেক ভারতীয়র নাম বাদ পড়েছে।’
তিনি অভিযোগ করেছেন, সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে কেন্দ্র। অনেক বিদেশির নাম এনআরসি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বলেও দাবি করেছেন। এ কারণে বেশি সমস্যা তৈরি হবে বলে আশক্সক্ষা প্রকাশ করেন। এই ব্যাপারে তিনি বলেন ,; যারা বাংলাদেশি ছিলো তাদেরকে উদ্দেশ্য করেই এই আইন প্ররোণিত করা হয়েছে। আমার বাবাও বাংলাদেশি ছিলেন তাই তাকেও বের করে দেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।