জুমবাংলা ডেস্ক : মাথার ওপর ছিল প্রায় ১৫ লাখ টাকা ঋণের বোঝা। পরদিন সকালেও একটি ৫০ হাজার টাকার একটি কিস্তি দেয়ার কথা ছিল। কিন্তু লক্ষীপুরের ব্যবসায়ী সোহাগের হাতে এত টাকা ছিল না। ব্যবসা খারাপ চলছিল, কর্মসংস্থান ব্যাংকসহ অন্যান্য এনজিও থেকে নেয়া এত টাকার ঋণও শোধ করতে পারছিলেন না। তাই তিনি চিরকুট লিখে আত্নহত্যার পথ বেছে নিলেন। বুধবার (২৭ নভেম্বর) লক্ষীপুর জেলার রামগঞ্জে এই ঘটনা ঘটেছে।
নিহতের স্বজন ও রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র হানিফ পাটোয়ারী বলেন, কয়েকটি এনজিও থেকে সোহাগ ব্যবসার জন্য ঋণ নিয়েছিল। কিন্তু সঠিক সময়ে ঋণ পরিশোধ করতে পারেনি। শুনেছি আজও কেউ একজনকে টাকা দেওয়ার কথা ছিল। ধারণা করা হচ্ছে টাকা দিতে পারবে না ভাবনায় সে আত্মহত্যা করেছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ঋণের বিষয়টি শুনেছি। তবে সত্য কিনা জানা যায়নি। নিহতের পাশ থেকে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



