চিত্রনায়িকা পরীমণি তার দত্তক কন্যা প্রিয়মকে পরিবারে ফিরিয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুজব ছড়িয়ে পড়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। যদিও নিজের একমাত্র ছেলে পদ্মকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত হাজির হন, মেয়েকে তুলনামূলক কম প্রকাশ করায় এই জল্পনা তৈরি হয়েছে বলে মনে করেন পরী।
পরীমণি ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলে ও মেয়েকে খাওয়ানোর একটি ভিডিও শেয়ার করে পরীমণি লেখেন, ব্যক্তিগত জীবনে অতি উৎসাহী মানুষের হস্তক্ষেপ তিনি সহ্য করবেন না।
দীর্ঘ স্ট্যাটাসে তিনি বলেন, “কিছুদিন ধরে দেখছি, কিছু অবাঞ্ছিত মানুষ আমার মেয়েকে নিয়ে অযথা মাথা ঘামাচ্ছে। পোস্ট করছে, আমাকে ট্যাগ করছে, এমনকি কমেন্টেও লিখছে ‘আপনার দত্তক মেয়েকে তো দেখি না’। ভাই, মেয়েটা আমার। বারবার ‘দত্তক’ শব্দটি ব্যবহার করে কী আনন্দ পান, বুঝি না।
তিনি অভিযোগ করে বলেন, আমার মেয়ের ছবি বা ভিডিও দেখলেই কিছু মানুষ তা কন্টেন্ট বানিয়ে ফেলে। ‘দত্তক’ শব্দ দিয়ে শিরোনাম করে ভিউয়ের ব্যবসা চালায়। আমার মেয়ে কোনো ব্যবসার উপকরণ নয় এটা স্পষ্টভাবে জেনে নিন। আমার ইচ্ছে হলে আমি বাচ্চাদের ছবি দেব, না হলে দেব না। এতটুকুই সহজ কথা।
সকালে মা বলে ডাকে রাতে বিছানায় ঘুমানোর প্রস্তাব দিত মহেশ ভাট
নিজের ব্যক্তিগত জীবনের কথা উল্লেখ করে পরীমণি আরও জানান, শোবিজে কাজ করলেও আমাদের জীবন খুব সাধারণ। আমি ঘরে তেল মেখে আরাম করে কাজ করি, বাচ্চাদের খাবার নিজেই রান্না করি, যত্ন নেই যদি না অসুস্থ থাকি বা শুটিংয়ে ব্যস্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।