আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস বা কোভিড-১৯ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে তিন শ্রেণির মানুষের জন্য বিনামূল্যে করোনা পরীক্ষার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এই তিন শ্রেণির মধ্যে রয়েছে, আমিরাতের নাগরিক, গর্ভবতী নারী এবং ৫০ বছরের বেশি বয়সী বাসিন্দা।
আমিরাত ক্রাউন প্রিন্সের বরাত দিয়ে এক বিবৃতিতে দেশটির সরকারি বার্তা সংস্থা ওয়াম বুধবার (১৩ মে) এ তথ্য জানিয়েছে।
ওয়ামের খবরে বলা হয়েছে, আমিরাতে এই তিন শ্রেণির মানুষকে বিনামূল্যে করোনা পরীক্ষার সামনের সপ্তাহ থেকেই শুরু করবে আবুধাবি।
বিবৃতিতে জানানো হয়, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মুহাম্মদ বিন জায়েদের নির্দেশে করোনাভাইরাস মহামারি থামাতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয় এবং জরুরি অবস্থা, সংকট ও দুর্যোগ পরিচালনা কর্তৃপক্ষ যৌথ ওই বিবৃতিতে বলেছে, ক্রাউন প্রিন্সের নির্দেশে শ্রমিক থেকে শুরু করে আমাদের দেশের নাগরিক, গর্ভবতী নারী এবং ৫০ বছরের বেশি বয়সীদের করোনা পরীক্ষা সামনের সপ্তাহ থেকে বিনামূল্যে করা হবে।
যাদের করোনার লক্ষণ প্রকাশ পাবে এবং যারা তাদের সংস্পর্শে আসবেন, সবাইকেই বিনামূল্যে পরীক্ষা করে দেখা হবে।
এখন পর্যন্ত সে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৯ হাজার ছয়শ ৬১ জন এবং মারা গেছে দু’শ তিন জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।