স্পোর্টস ডেস্ক: ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ আগামী ৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে। ১০ দলের অংশগ্রহণে শুরু হওয়া সীমিত ওভারের এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ চারে জায়গা করে নেবে পয়েন্ট তালিকার প্রথম চার দল।
এদিকে বিশ্ব আসরকে সামনে রেখে এখন থেকেই সমীকরণ মেলানো শুরু হয়েছে। কার হাতে উঠতে যাচ্ছে, এবারকার শিরোপা! শুধু শিরোপার ভবিষ্যদ্বাণীই না। সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেটশিকারি, সেমিফাইনালিস্ট, ফাইনালিস্ট নিয়েও ভবিষ্যদ্বাণী চলছে।
সমীকরণ মেলানোর তালিকায় প্রতিবারই ক্রিকেটবোদ্ধা, বিশ্লেষকদের পাশাপাশি নাম লেখান সাবেক ক্রিকেটাররা। পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরও ভবিষ্যদ্বাণী করেছেন।
দ্য গ্রিন ম্যানদের সাবেক এই পেসারের চোখে ৪ সেমিফাইনালিস্ট হলো- ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান অথবা অস্ট্রেলিয়া।
পাকিস্তানের একটি স্থানীয় পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের এই তারকা পেসার।
আমিরের দাবি, হোম কন্ডিশনে বড় সুবিধা পাবে ভারত; যা তাকে সন্দেহাতীতভাবে সেমিফাইনালের জন্য প্রথম পছন্দ হিসেবে রোহিত শর্মার দলকে বেছে নিতে সাহায্য করেছে।
তার (আমির) ভাষ্য, কোনো সন্দেহ ছাড়াই ভারত। কারণ, কন্ডিশন তাদের পক্ষে। এরপর ইংল্যান্ড তারা ফেবারিট। নিউজিল্যান্ডকে খাটো করে দেখা হয়; কিন্তু তারা সবসময় ভালো করে। সর্বশেষ স্পটে অস্ট্রেলিয়া অথবা পাকিস্তান।
আমিরের মন্তব্য, পাকিস্তান সবসময় ধীরগতির শুরু করে, আপনি খেয়াল করবেন; আইসিসি ইভেন্টে আমাদের শুরুটা ধীর। বর্তমান অবস্থা ইংল্যান্ডের সঙ্গে তুলনায় পাকিস্তানের পক্ষে। আমাদের বোলিং অনেক গুরুত্বপূর্ণ হবে। আমাদের ভালো ব্যাটার আছে, যারা ৩০০ থেকে ৩৫০ রান করতে পারে। তাই আমার মনে হয়, আমাদের ভালো সুযোগ আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।