আমির খানের দীর্ঘ ১৪ বছরের বক্স অফিসের যে রেকর্ড ভাঙলেন শাহরুখ!
বিনোদন ডেস্ক: গত ১৪ বছর ধরে বলিউড বক্স অফিসে আমির খানের ছিল একচ্ছত্র রাজত্ব। ২০০৮ সালে ভক্তদের মন জয় করা সিনেমা ‘গজনী’ দিয়ে এ যাত্রার শুরু। এরপর ২০০৯ সালে ‘গজনী’ কে ছাড়িয়ে যায় আমির অভিনীত বলিউডের ইতিহাসের অন্যতম সেরা সিনেমা ‘থ্রি ইডিয়টস’। পরবর্তীতে ২০১৪ সালে বহু বিতর্ক সত্ত্বেও ‘পিকে’ সিনেমার মধ্যে দিয়ে নিজেকে বক্স অফিসে পুরোদমে প্রতিষ্ঠিত করেন মিস্টার পারফেকশনিস্ট। আর ২০১৬ সালে বক্স অফিসে আমিরের ‘দঙ্গল’ সিনেমার গড়া রেকর্ড দীর্ঘ ৭ বছর ভাঙতে পারেনি বলিউডের কোন সিনেমা।
তবে অবশেষে চলতি বছর আমিরের এ রাজত্বের অবসান ঘটেছে। গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত ‘পাঠান’ সিনেমা। এরই মধ্য দিয়েই বক্স অফিসে আমিরের ‘দঙ্গল’ এর আয়কে দ্রুতগতিতে অতিক্রম করেছে শাহরুখের বহুল আকাঙ্ক্ষিত এ সিনেমা। এতদিন আমির খানের রেকর্ডকে আমির নিজেই ভেঙেছেন। কিন্তু এবার ব্যতিক্রম। এবার আমিরের রেকর্ড ভেঙেছেন বলিউডের কিং খান!
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের বিখ্যাত সিনেমা সমালোচক সুমিত কাদেল এ সম্পর্কে নিজের ভাবনা ব্যক্ত করেছেন। বলিউডের এ সিনেমা ট্রেড বিশেষজ্ঞ বক্স অফিসে আমিরের দীর্ঘদিনের রাজত্ব সম্পর্কে বলেন, “হুট করে আমার উপলব্ধি হলো যে, গত ১৪ বছরে ভিন্নধর্মী সব সিনেমায় অভিনয় করে আমির বক্স অফিসে নিজেকে সেরার আসনে প্রতিষ্ঠিত করেছিল। বর্তমানে ‘পাঠান’ সিনেমার মধ্যে দিয়ে শাহরুখ সে স্থান দখল করলো।”
বক্স অফিসে ‘গজনী’, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’ ও ‘দঙ্গল’ এর জয়যাত্রা নিয়েও কথা বলেছেন সুমিত। এ সিনেমা সমালোচক বলেন, “বক্স অফিসে ১০০ কোটি রুপি আয় করা প্রথম সিনেমা ছিল ‘গজনী’। আর ২০০ কোটি রুপি আয় করা প্রথম সিনেমা ছিল ‘থ্রি ইডিয়টস’। একইভাবে ৩০০ ও ৪০০ কোটি রুপি আয় করা প্রথম সিনেমা ছিল যথাক্রমে ‘পিকে’ ও ‘দঙ্গল’। সম্প্রতি ১৪ বছর পর আমির খানের সিনেমা ছাড়া অন্য কোন সিনেমা বক্স অফিসে সেরার আসনে বসেছে। আমিরের এ যাত্রাটা ছিল অবিশ্বাস্য।”
২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘দঙ্গল’ সিনেমা বক্স অফিসে যে উন্মাদনা সৃষ্টি করেছিল সেটার সাক্ষী বলিউড আগে কখনও হয়নি। নিতেশ তিওয়ারী পরিচালিত সিনেমাটি বক্স অফিসে সর্বমোট ২ হাজার কোটি রুপি আয় করেছে! তবে এ আয়ের বড় অংশই এসেছে সিনেমাটির মান্দারিন ভাষায় মুক্তিপ্রাপ্ত চীনা সংস্করণ থেকে। চীনের বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, পরবর্তীতে মান্দারিন ভাষায় মুক্তিপ্রাপ্ত সিনেমাটি প্রায় ১২০০ কোটি রুপি আয় করেছে।
মান্দারিন ভাষায় মুক্তির আয় বাদ দিলেও এতদিন সর্বোচ্চ আয় করা হিন্দি ভাষার সিনেমা ছিল ‘দঙ্গল’। এবার সেই রেকর্ড ভেঙ্গেছে ‘পাঠান’। মুক্তির মাত্র ১৫ দিনে সিনেমাটি প্রায় ৪৫২ কোটি রুপি আয় করে দখল করেছে বলিউডের ইতিহাসে সর্বোচ্চ আয় করা হিন্দি সিনেমার রেকর্ড।
‘পাঠান’ সিনেমার অসাধারণ সাফল্যের পেছনে শাহরুখের স্টারডমকে কারণ হিসেবে দেখছেন অনেকেই। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর নিজেকে খানিকটা গুটিয়ে নিয়েছিলেন বলিউড বাদশাহ। তবে প্রায় চার বছর পর ‘পাঠান’-এর মাধ্যমে রাজকীয় এ প্রত্যাবর্তনের পর ভারতীয় এ সুপারস্টার দখল করলেন সেরার আসন। অন্যদিকে গতবছর মুক্তিপ্রাপ্ত ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে ভালো করতে না পারায় আপাতত নতুন সিনেমা থেকে নিজেকে বিরত রেখেছেন আমির।
সূত্র: ইন্ডিয়ান ফোরামস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।