জুমবাংলা ডেস্ক : ‘আমি আমার ছেলেকে মেরে পুকুরে ফেলে রেখে এসেছি,’ এভাবেই নিজের দুই বছর বয়সী ছেলেকে হত্যা করার পর প্রতিবেশীদের কাছে জানান মা নাছিমা খাতুন। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে।
পরে প্রতিবেশীরা ত্রিশাল থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নাছিমা খাতুনের স্বামী আবুল কালাম রাতেই স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ নাছিমা খাতুনকে গ্রেফতার করেছে। ত্রিশাল থানার এসআই সোহরাব জানান, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত নাছিমা খাতুনকে আটক করা হয়েছে। এ ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন আবুল কালাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।