আমি একজন বিশ্বাসী মুসলিম : শাওন

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় লেখক প্রয়াত হুমায়ুন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন গান নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে গতরাতে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসটি জুমবাংলাডটকম পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

‘অনেক কিছুতে নিয়মিত না হলেও পরম করুনাময় আল্লাহর অস্তিত্বে, আশ্বাসে এবং বিচারে মনে প্রাণে বিশ্বাস করি।

কিন্তু আমি যে গান শুনি! গান গাই!! গান ভালোবাসি!!! এই সুন্দর ফুল, সুন্দর ফল মিঠা নদীর পানি! খোদা তোমার মেহেরবানী।’— এ গান যে আমার বড্ড প্রিয়… এ গান কি বিশ্বাসীদের জন্য হারাম! তবে কি আমি ভুল!!!

আর ‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’— এযে রবি ঠাকুরের গান!!! প্রিয় বললে কি আমার অন্যায় হবে! জানিনা। হে পরম করুনাময় আল্লাহ— তবে তোমার রিমান্ডেই আমাকে নেয়া হোক। এই মানবজাতির রিমান্ডে আমার যে বড্ড ভয়…’