সোহাগ মনি: আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তবে ডাক নাম কুবি, আদর করে সবাই ডাকে কুবি। আমার এই সুন্দর নামটা নিয়ে দূর সম্পর্কের এক চাচা চক্রান্ত করেছিলেন, তবে আমি কুবি নামেই রয়ে গেছি! জন্ম ঐতিহাসিক শালবনের কোলেই,আমি ময়নাতির মাটিতেই বেড়ে উঠেছি, সবে চৌদ্দতে পা রেখেছি, যৌবনের দুরন্তপনা এখন আমার মাঝে।
কৈশোরের উদ্দীপনা নিয়েই আমার ছুঁটে চলা এখন, আমাকে রুখবেই বা কে! আমার ১৯ টা হাত, সেই হাতের একেক রকম শক্তি, এক হাতে কম্পিউটার বিজ্ঞান, এক হাতে সাহিত্য, এক হাতে আইন, এক হাতে দেশের ব্যাংক বাণিজ্যকে আমি সমৃদ্ধ করে তুলছি। আমার হাতের শক্তি বিস্তৃত হচ্ছে দিনকে দিন।
আমার শরীরে বাবুই চত্বর, আমার শরীরেই সানস্যাট ভেলী, আমার শরীরেই নন্দনীয় শহীদ মিনার, আমারই রয়েছে মুক্তমঞ্চ। প্রতি অঙ্গ প্রতঙ্গ দিয়েই আকৃষ্ট করার ক্ষমতা আমার রয়েছে। সাঁজ সজ্জাই বা কম করি কিসে! শরৎ এর কাশফুল খোঁপায় গুজি, কৃষ্ণচূড়ায় নিজেকে রাঙ্গাই, বর্ষার ধারায় ভিজে নিজেকে করে তুলি রাধাঁর ন্যায় অনন্ত আবেদনময়ী! শীতে আমি ঢেকে যাই কুয়াশার আচ্ছাদনে, আর বসন্তে আমার টানে কোকিলেরা গায় আপন মনে! মাঝে মাঝে লজ্জায় পড়ে যাই, তবে বাহিরের কুদৃষ্টি পড়েনা আমার উপর, আমাকে রক্ষা করার মানুষ যে অনেক!
আমার উপর হেটে চলা প্রতিটি ছাত্র-ছাত্রীই যে আমার হৃৎপিন্ড। এদের ছাড়া আমার অস্তিত্বকে ভাবতেই পারি না! প্রতিটি শিরায় উপশিরায় যে লৌহ প্রবাহিত হয়,সেই লৌহ যে আমার তারাই। এরা ও যে আমায় কত্ত ভালোবাসে তা আমি অনুধাবন করতে পারি! আমাকে কেউ বিচ্ছিন্ন করতে চাইলে এরা ক্ষোভে ফেটে পড়ে, আন্দোলনের ডাক দেয়, এমনি কুটূক্তি করলে হাত তুলতে ও দ্বিধা করে না কাউকে! আমাকে সবচেয়ে বেশি সুরক্ষায় রাখে ক্যাম্পাস সাংবাদিকরা, আমার সামান্য ক্ষতি দেখলেই সারা দেশে সংবাদ করে আলোড়ন সৃষ্টি করে ফেলে, অতন্দ্র প্রহরীর মতো আমাকে আগলে রাখে এরা, এত ভালোবাসায় আমি উজ্জীবিত হই, নতুন করে চলতে শিখি।
এই তো গেল জন্মদিনে, আমাকে সবাই কত মিস ই না করেছে! কত ভাষায় যে আমাকে স্মরণ করেছে, আমার সাথে তোলা ছবি গুলো প্রোফাইল পিক দিয়েছে! আমি আসলেই ধন্য এমন ভালোবাসা পেয়ে।
আমার কাছে আসতে অসুবিধা হয় বিধায়, পরিবহন নিয়ে কত কথা! বাসে ঝুলে তবুও আসে, আমাকে না দেখলে যে তাদের দিন কাটতে চায় না!
ইদানিং আমার রুপে আরো জৌলুস বাড়ছে, নতুন সাজে, নতুন ঢংয়ে, আমি নতুন রুপ ধারণ করছি! পর্যটকরা ও আমায় দেখে মুগ্ধ হবে, আমায় দেখে হিংসায় জ্বলে উঠবে!
উথান পতনে আমার অগ্রযাত্রা ব্যহত হয় অনেক সময়, তখন খুব যন্ত্রনা হয়! আমি কয়েকবার পা ভেঙ্গে ফেলেছি, খুড়িয়ে হাটতে হয়েছে অনেক দিন! তবে জোড়া পায়ে এখন আমি দৌড়াতে পারছি, থামতে চাই না আর, পা ভাঙ্গা যে বড় কষ্টের!
আমার নতুন অভিবাবক খুবই মর্ডান, তিনি আমাকে মর্ডান করার চিন্তা করেন সব সময়ই! তবে অতিরিক্ত মর্ডানের চিন্তায় মাঝে মাঝে ঘুম আসেনা, আমি কি আসলেই এমন হবো, সংশয়,সন্দেহ,দ্বিধা জাগে খুব! তবে আত্মবিশ্বাসী আমি, জয় করবো দেশকে!
আমার নিন্দুকের অভাব নেই! তবু ও দিনশেষে মাথা তুলে দাড়িয়ে থাকি, সব সহ্য করি! একদিন এর উচিত জবাব দেবো! আমি কুবি একদিন অনেক বড় হবো, জবি,জাবি, চবি এসব মাসতুতো ভাইদের উপরে উঠবো,আমি পারবো ই!
আমি হাসি, আবার কাঁদি ও! কিছু বিবেকহীন মানুষের জন্য আমাকে কাঁদতে হয়, সবার সবকিছুর দায় দিন শেষে আমার উপর এসে পড়ে, আমি এগুতে পারি না এদের জন্যই! শুভ বুদ্ধির উদয় হোক যারা আমাকে বাধা দেয়!
আমি বাধা মানবো না, আমি বাধা মানি না, যৌবনের উদ্দীপ্ত চেতনায় আমি সামনে এগিয়ে যাবোই, আমার দ্বারাই কুমিল্লাকে চিনবে সারা বিশ্ব। আমার বিদেশী বন্ধুদের সাথে ও চুক্তি হচ্ছে। আমি কুবি, কুবিই থাকতে চাই, নতুন নামে কিংবা নতুন খন্ডে বিভক্ত হতে চাইনা…
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।