প্রতিপক্ষের মাঠে গিয়ে অসংখ্যবার বর্ণবাদী মন্তব্য শুনতে হয়েছে ভিনিসিয়ুসকে। একাধিক ঘটনায় প্রতিবাদও জানিয়েছে রিয়াল মাদ্রিদ। এমনকি জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে গিয়েও এমন বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনি। অবশ্য এসব ঘটনার বাইরে মাঠে তার আচরণ নিয়েও বেশ কয়েকবার প্রশ্ন উঠেছে।
এমনকি ভিনির আক্রমণাত্মক আচরণের জন্য তাকে সমালোচনাও শুনতে হয়। এবারের লা লিগায় যেমন এখন পর্যন্ত পাঁচটি হলুদ কার্ড ও একটি লাল কার্ড পেয়েছেন। আর ইউরোপের মঞ্চে তিনটি হলুদ কার্ড দেখেছেন তিনি।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে জেতার পর মুভিস্টারের সঙ্গে কথা বলেছেন ভিনি। সেখানে তিনি বলেন, ‘কখনও কখনও পরিস্থিতি কঠিন হয়ে যায়। মাঠে যেসব খেলোয়াড়কে আঘাত করা হয়, রেফারি তাদের নিরাপত্তা দিতে পারেন না, আমি যখন লাথি খাই, তখন আমিই হলুদ কার্ড দেখি… আমার সব সতীর্থ ও কোচেরা আমাকে লক্ষ্যে স্থির থাকতে সাহায্য করে। তবে হ্যাঁ, আমি কোনো সাধু নই।’
রিয়ালের সঙ্গে ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালে। তবে এরই মধ্যে ভিনির সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে ক্লাবের, এমনটাই বলা হয়েছে ইএসপিএন এর সাম্প্রতিক এক প্রতিবেদনে। এ নিয়ে এবার কথা বলেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডও।
ভিনি বলেন, ‘(এ বিষয়ে) আমি কিছু জানি না, কেউ আমার সঙ্গে কথা বলেনি। প্রেসির (রেয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস) সঙ্গে আমার কথা বলতে হবে। আশা করি, এখানে আরও অনেক বছর আমি থাকতে পারব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।