স্পোর্টস ডেস্ক : ফিটনেস, পরিশ্রম আর নিবেদনে ক্রিকেটে নিজেকে নতুন এক উচ্চতায় তুলে নিয়েছেন বিরাট কোহলি। দুনিয়াজুড়ে অসংখ্য ক্রিকেটারের আদর্শ তিনি। তবে মায়ের মন তো আর এসব বোঝে না! ওজন ঝরিয়ে যখন ঝরঝরে হয়ে উঠলেন কোহলি, মায়ের চোখে ছেলে তখন ভীষণ দুর্বল।
ভারতীয় ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে আড্ডায় কোহলি বললেন মজার সেই অভিজ্ঞতা। ফিটনেস নিয়ে যখন খাটছিলেন আর বদলে ফেলেছিলেন খাদ্যাভ্যাস, সেসময় মাকে বোঝাতে প্রচণ্ড বেগ পেতে হয়েছিল তার।
“ আমার মা আমাকে বলতেন, আমি নাকি খুব শুকয়ে যাচ্ছি। এটা অবশ্য সব মায়েরই সবচেয়ে নিয়মিত অভিযোগ, ‘কত রোগা হয়ে গেছিস, কিছুই খাস না…।’ নিজেদের দুশ্চিন্তা ও খেলাটির পেশাদারিত্বের মধ্যে যে পার্থক্য আছে, এটা আসলে তারা বোঝেন না। সন্তানকে গোলগাল দেখাচ্ছে না মানেই তাদের মনে হয় কোনো রোগ বা সমস্যা আছে।”
“ প্রতি দুই দিনে আমাকে অন্তত একবার মাকে বোঝাতে হতো যে ‘আমি অসুস্থ নই, কিছুই হয়নি, খেলার কারণে করতে হচ্ছে এসব।’ কিন্তু তাকে বোঝানো ভীষণ কঠিন ছিল। এটা যেমন মজার, কখনও কখনও খুব খারাপও লাগত।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।