পরিচালনায় নাম লিখিয়েছেন বলিউড কিং শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। নতুন সিরিজ ‘বলিউড দ্য বা**ডস’ আনছেন তিনি। সোমবার ‘নেক্সট অন নেটফ্লিক্স’ ইভেন্টে চলতি বছরে মুক্তি পেতে যাওয়া সিরিজগুলোর নাম ঘোষণা করা হয়। আর সে তালিকায় নাম রয়েছে আরিয়ান খানের নতুন এই সিরিজের।
আরিয়ানের ‘বলিউড দ্য বা**ডস’ নামের এই সিরিজে প্রযোজনা ও অভিনয়ও করেছেন শাহরুখ। অভিনেতা-প্রযোজক হিসেবে ছেলের পরিচালনায় কাজের চাপ কতটা ছিল, অনুষ্ঠানে এমন প্রশ্ন উঠতেই নিজস্ব ঢঙে জবাব দেন কিং খান।
শাহরুখ বলেন, ‘অন্য সবাই কাজ করে, আমি নামেই প্রযোজক। এসব প্রযোজক, পরিচালক, লেখক পোষাবেনা আমার… আই অ্যাম বা ব্লাডি স্টার। আমি আসলে পেছনে মিউজিক বাজে। প্রযোজকদের সঙ্গে এসব কিছুই হয় না।’ আর শাহরুখের মুখে এই কথা শুনে হাততালি দেন সবাই।
নেটফ্লিক্স এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্ট গত নভেম্বরে এই সিরিজের ঘোষণা করেছিল। শাহরুখ ছাড়াও ৬ পর্বের এই সিরিজে সালমান খান, রণবীর কাপুর, বাদশা ও ববি দেওলের ক্যামিও দেখা যাবে। গত বছরের মে মাসে সিরিজটির শুটিং শেষ করেছিলেন আরিয়ান। আর গত সোমবারই সামনে আসে ‘বলিউড দ্য বা**ডস’ এর প্রথম ঝলক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।