ভারতীয় টেলিভিশ অভিনেত্রী রেশমি দেশাই। ক্যারিয়ারে অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। পাশাপাশি চলচ্চিত্রেও সমানতালে দৌড়াচ্ছেন এই অভিনেত্রী। দক্ষিণী সিনেমায় যেমন অভিনয় করেছেন, তেমনই হিন্দি ভাষার সিনেমায়ও তার সরব উপস্থিতি। ২৪ বছরের অভিনয় ক্যারিয়ারে বহুবার বিশ্বাসঘাতকার শিকার হয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

কয়েক দিন আগে জুম-কে সাক্ষাৎকার দিয়েছেন রেশমি দেশাই। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, অভিনয়শিল্পীদের সৃজনশীল কাজের ক্ষেত্রে সিনেমার তুলনায় কী টেলিভিশনে সীমাবদ্ধতা বেশি? এ প্রশ্নের জবাবে রেশমি দেশাই বলেন, “টিভি সীমাবদ্ধতা তৈরি করে না, এটা মানুষ করে। মানুষ কমফোর্ট জোন তৈরি করে, যেখানে কাউকে ঢুকতে দিতে চায় না, আবার নিজেরাও সেখান থেকে বেরোতে চায় না। যারা ঢোকার চেষ্টা করে, তারা ততদিন পর্যন্ত খুব বেশি সুযোগ বা ছাড় পায় না, যতক্ষণ না আপনি ‘হ্যাঁ’ বা ‘ঠিক আছে’ বলছেন। অথবা আমি ভুলও হতে পারি! কিন্তু এমনটাই দেখেছি।”
আরো পড়ুন:
কাজের ক্ষেত্রে বহুবার বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন রেশমি দেশাই। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “মানুষ ভাগ করে এবং তারা অনুমতি দেয় না। তারা যখন দেখা করে, কথা বলে—খুব ভালোভাবেই বলে। কিন্তু ব্যক্তিগতভাবে বহুবার বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি। তাই আমার খারাপ লাগে যে, তুমি আমাকে এতদিন ধরে চেন, আর আমি সত্যিই ভালো কাজ করতে চাই। তারপরও আমাকে কয়েকটি জায়গা থেকে বাদ দেওয়া হয়েছে। তখন আমার মনে হয়েছে, হয়তো আমার সময়টা খারাপ যাচ্ছে।”
‘রেশমি কে দিল সে দিল তাক’ শিরোনামের টক শোয়ের কাজ নিয়ে ব্যস্ত আছেন রেশমি দেশাই। এই শোয়ে বিভিন্ন তারকাদের সাক্ষাৎকার নিয়ে থাকেন। তাছাড়া হিন্দি ভাষার ‘মিশন লায়লা’, ‘ইভারা-ব্লেসিং অব গড’, পাঞ্জাবি ভাষার ‘চাম্বে দি বুটি’ সিনেমার কাজও রেশমির হাতে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


