বলিউডের জনপ্রিয় দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না প্রায় ২৪ বছর ধরে একসঙ্গে সংসার করছেন। তবে এই দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের সম্পর্ক নিয়ে আলোচনার কমতি ছিল না। বিশেষ করে অক্ষয়ের নাম জড়িয়েছে একাধিক সহ-অভিনেত্রীর সঙ্গে, যা নিয়ে বারবার মুখর হয়েছে ভারতীয় গণমাধ্যম। খবর টাইমস এন্টারটেইনমেন্টের।

ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অক্ষয়ের জীবনে প্রেম এসেছে বহুবার-কখনও শুটিং সেটে শুরু হয়ে শেষ হয়েছে, আবার কোনো সম্পর্ক বাগ্দানের কাছাকাছি গিয়েও ভেঙে গেছে। তবুও শেষ পর্যন্ত অভিনেত্রী টুইঙ্কল খান্নার সঙ্গেই তিনি গাঁটছড়া বাঁধেন ২০০১ সালে।
তবে এত বছর একসঙ্গে থাকলেও স্বামীকে নাকি পুরোপুরি ভরসা করতে পারেন না টুইঙ্কল।
টুইঙ্কল খান্না মনে করেন, অক্ষয় হয়তো আবার বিয়ে করতে পারেন। এই আশঙ্কায় টুইঙ্কল একবার বলেছিলেন, আমি মরে গেলে তুমিও বিষ খেয়ে মরে যেয়ো। তোমার দ্বিতীয় স্ত্রী আমার ব্যাগ-জামা পরে ঘুরবে, আমি মানতে পারব না।
উল্লেখ্য, অক্ষয় ও টুইঙ্কলের বিয়ে হয়েছিল ২০০১ সালে। তাদের দুই সন্তান আরভ ও নিতারা। তাদের বড় ছেলে আরভ বর্তমানে লন্ডনে ফ্যাশন নিয়ে পড়াশোনা করছেন এবং মেয়ে নিতারা সবে কৈশোরে পা দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



