আমি মোমেনকে ভালোবাসি: আসিফ নজরুল

আব্দুল মোমেন- আসিফ নজরুল

জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যপক ড.আসিফ নজরুল পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, আমি মোমেনকে ভালোবাসি, এতো সরলভাবে এই সত্য প্রকাশ করার জন্য।
আব্দুল মোমেন- আসিফ নজরুল
শুক্রবার (১৯ আগস্ট) তিনি তার ফেসবুক ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন। আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক পেইজে ‘ভারতে গিয়ে আমি বলেছি, এই সরকারকে টিকিয়ে রাখতে হবে: পররাষ্ট্রমন্ত্রী’ শীর্ষক একটি নিউজের লিল্ক শেয়ার করে ক্যাপশনে লিখেন, ‘আমি মোমেনকে ভালবাসি। ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ ভারতের উপর নির্ভরশীল -এতো সরলভাবে এই সত্য প্রকাশ করার জন্য’।

উল্লেখ্য,গতকাল বৃহস্পতিবার (১৮ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের একটি বক্তব্য ব্যাপক আলোচনা-সমোলচনার জন্ম দেয়। এদিন মন্ত্রী একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্যে বলেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতামুক্ত, অসাম্প্রদায়িক একটা দেশ হবে। শেখ হাসিনার সরকার টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।’

আমি জেনে শুনে দায়িত্ব নিয়েই বলেছি, ভুল কিছু বলিনি: পররাষ্ট্রমন্ত্রী