আমি সবই জানি, সারাক্ষণ আরাভ ভাইয়ের কাছেই থাকি, দুবাই থেকে হিরো আলম
বিনোদন ডেস্ক: আরাভ খান নামে এক ব্যক্তির স্বর্ণের দোকান উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সম্প্রতি দুবাই গেছেন দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। বুধবার (১৫ মার্চ) সেই স্বর্ণের দোকান উদ্বোধনীর দিনে দেশের সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়, সেই আরাভ খান একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলার পলাতক আসামি। চ্যানেল 24-এর প্রতিবেদক শিপন আলী-র প্রতিবেদনে উঠে এসেছে বিস্তারিত।
আরাভ খানের স্বর্ণের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গেছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানসহ আরও অনেকেই। খবর প্রকাশের পর সোশ্যাল মিডিয়াতেও চলছে ব্যাপক আলোচনা।
এমন একজন হত্যা মামলার আসামির দাওয়াতে দুবাই যাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় হিরো আলমের কাছে।
এ নিয়ে বৃহস্পতিবার সকালে হোয়াটসঅ্যাপে গণমাধ্যমকে হিরো আলম বলেন, ‘আমি জানি, সবই জানি, সারাক্ষণ আরাভ ভাইয়ের কাছেই থাকি আমি। বিষয়টা জানি। এটা নিয়ে আমাদের কোনো কিছু করার নাই তো। আমরা আর্টিস্ট যেকোনো জায়গাতে যেতে পারি। কে কি সেটা তো আমরা দেখিনি।’
আগে থেকেই বিষয়টি জানতেন কিনা; এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, এখানে আসার পর, যেদিন নিউজ হয়েছে।’
বিষয়টি নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। কারণ আমরা আর্টিস্ট, আমরা যেকোনো জায়গায় যেতে পারি। আর এই যে নিউজ করেছে, উনি যে একমাস ধরে প্রচার চালাচ্ছে, এক মাস আগে কোথায় গিয়েছিল। তার নামে এতো কিছু আছে এ নিয়ে যদি আগে নিউজ করত, আমরা ভেবে দেখতাম, অনুষ্ঠানে যাবো কি যাবো না।’
এদিকে দুবাই থেকে আরও তিনদিন পরে দেশে ফিরবেন বলেও জানান হিরো আলম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।