আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ‘অত্যধিক চাহিদা’ তুলে ধরা থেকে বিরত থাকতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার কার্যকর করতে হলে অতিরিক্ত দাবি-দাওয়া থেকে তাদের বিরত থাকতে হবে। খবর পার্সটুডে’র।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার মস্কোয় তার রুশ সমকক্ষ সের্গেই ল্যাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। তিনি বলেন, অচিরেই যেন আমরা একটি ভালো ও টেকসই চুক্তিতে পৌঁছাতে পারি সেজন্য আমেরিকাকে অত্যধিক দাবি উত্থাপন থেকে বিরত থাকতে হবে; কারণ, বাকি সব পক্ষ অচিরেই ভিয়েনা সংলাপে একটি চুক্তি সই করতে চায়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিয়েনা সংলাপে যে সাময়িক বিরতি চলছে তার ফলে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় এখনও যেসব মতপার্থক্য রয়ে গেছে সেগুলো সমাধান করার সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, কোনো নেতিবাচক ইস্যু ভিয়েনা থেকে একটি চুক্তি বের করে আনার পথে অন্তরায় হতে পারবে না। তিনি ভিয়েনা সংলাপের শেষ দিনগুলোতে আমেরিকাকে বাস্তববাদী হওয়ারও আহ্বান জানান।
পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপের অষ্টম দফা আলোচনায় এ পর্যন্ত কয়েকবার বিরতি দেয়া হয়েছে। গত শুক্রবার এই আলোচনা স্থগিত হয়ে যাওয়ার ঘোষণা দেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল।শিগগিরই আবার এ আলোচনা শুরু হবে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।