আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ভিয়েনায় কোনো সমঝোতা চাইলে আমেরিকাকে দ্রুত রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। তিনি আজ (সোমবার) রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। খবর পার্সটুডে’র।
ভিয়েনায় আলোচনা প্রক্রিয়ার একই সময়ে আমেরিকার নয়া নিষেধাজ্ঞা আরোপ প্রসঙ্গে খাতিবজাদে বলেন, আমেরিকা এর আগেও এ ধরণের বহু পদক্ষেপ নিয়েছে যা স্ববিরোধী।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমেরিকা এটা প্রমাণ করেছে তারা সব কিছুকেই রাজনীতির অংশ বলে মনে করে। এ কারণে তারা প্রয়োজন মনে করলেই মূল্যবোধ ছুড়ে ফেলে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ওঠেপড়ে লাগে।
হোয়াইট হাউসে ইরানি জাতির বিরুদ্ধে যে নীতি প্রণয়ন করা হয়েছে তা থেকে বর্তমান সরকার সরে আসেনি বলেও জানান খাতিবজাদে।
তিনি বলেন, যেসব বিষয় ভিয়েনায় এখনও অমীমাংসিত রয়ে গেছে সেগুলোকে জিম্মি করে আমেরিকা ফায়দা হাসিলের চেষ্টা করছে। কিন্তু ইরান বা ইরানি জাতি আজীবন অপেক্ষা করবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।