Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেন নভেম্বরের নির্বাচনে জয়ী হলে আমেরিকানদের স্বপ্ন ধ্বংস করে দেবে বলে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । বৃহস্পতিবার রিপাবলিকান কনভেনশনে দেয়া ভাষণে ট্রাম্প এমনটি বলেন।
ট্রাম্প বলেন, আমেরিকান মাহাত্ন্যকে ধ্বংস করতে চান বাইডেন। বাইডেন নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে হিংস্র নৈরাজ্যবাদীদের ছেড়ে দেওয়া হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। এ সময় ট্রাম্প ভোটারদের কাছে করোনা মহামারি দূর করার প্রতিশ্রুতি দেন ও তাকে আবারো নির্বাচনে জয়ী করার আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন’র করা জনমত জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন বাইডেন। যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।