আমেরিকায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা আদানির

আন্তর্জাতিক ডেস্ক : আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি আমেরিকার জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামো খাতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। এতে করে সেদেশে প্রায় ১৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে।

সম্প্রতি গৌতম আদানি তার নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) নতুন এ বিনিয়োগের ঘোষণা দেন। এর মাধ্যমে ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে জানান তিনি।

গৌতম আদানি বলেন, যেহেতু ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরো মজবুত হচ্ছে তাই আদানি বৈশ্বিকভাবে নিজের সর্বোচ্চ দক্ষতার পরিচয় দিতে প্রতিজ্ঞতাবদ্ধ। যুক্তরাষ্ট্রে জ্বালানি নিরাপত্তা ও অবকাঠামো খাতে আদানির ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্দেশ্য হচ্ছে সর্বোচ্চ ১৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি।

উল্লেখ্য, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান গৌতম আদানি। ধারণা করা হচ্ছে, শিগগিরই ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।

এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভারত-যুক্তরাষ্ট্রের স্ট্রাটেজিক এনার্জি পার্টনারশিপ (এসসিইপি) বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন দেশটির এনার্জি সেক্রেটারি জেনিফার গ্রানহম ও ভারতের পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস বিষয়ক মন্ত্রী হারডিপ সিং পুরি। সেখানে দুই দেশের জ্বালানি বাণিজ্য বিষয়ে আলোকপাত করা হয়।

অন্যান্য বিষয়ের মধ্য ক্লিন এনার্জি টেকনোলজিস, রিনিউয়েবল এনার্জি, এনার্জি এফিস্যান্সি ও শিল্প এবং পরিবহন খাতে ডি-কার্বনাইজেশন ইত্যাতি বিষয়ও আলোচনায় স্থান পায়।