গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের একটি নদী থেকে ৯.৪ ফুট সাইজের বিশাল ব্লুফিন টুনা মাছ সংগ্রহ করা হয়। যে নৌকায় এটি শিকার করা হয় তার বৈধ কাগজ না থাকায় রোড আইসল্যান্ডের অফিসিয়াল কর্মকর্তারা মাছটি নিয়ে যায়।
রোডস দ্বীপের পরিবেশ বিষয়ক অফিস জানায় যে আইন লঙ্ঘন করে ওই নৌকাটি এ ব্লুফিন টুনা মাছটি শিকার করে এবং হত্যা করে। কেননা ওই নৌকার কোন বৈধ লাইসেন্স ছিল না।
পরবর্তী সময়ে ওই নৌকাটি তীরে ফিরিয়ে নিয়ে আসা হয় এবং টুনা মাছটি ব্যবসার লাইসেন্স আছে এরকম একজন সামুদ্রিক মাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়। আইন লঙ্ঘন করে সমুদ্রে মাছ শিকার এবং হত্যা করায় ওই নৌকার বিরুদ্ধে মামলা হয়।
আপনি অবাক হবেন যে এই টুনা মাছটির দাম হবে প্রায় ১০ হাজার ডলারের মত। কেননা বর্তমান সময়ে মাছের চাহিদা অনেক বেশি থাকে। জাপানে একটি খাদ্য হিসেবে খাওয়া হয়। এ ধরনের মাছের সাইজ ১১৩ ইঞ্চি হতে পারে এবং ওজন হতে পারে ৮০০ পাউন্ড।
ওই অঙ্গরাজ্যের পরিবেশ অধিদপ্তর জানায় যে সমুদ্রের ইকোসিস্টেম বজায় রাখার জন্য টুনা মাছের অস্তিত্ব থাকাটা গুরুত্বপূর্ণ। যাদের লাইসেন্স আছে তারা ব্যতীত অন্য কেউ সমুদ্রে টুনা মাছ শিকার করতে পারবেন না। রোডস দ্বীপের পুলিশ জানায় তারা সমুদ্রের সকল সম্পদকে রক্ষা করতে বদ্ধপরিকর।
ঐদিন আরও ১১টি বড় আকারের ব্লুফিন টুনা মাছ শিকার করা হয়। গড় হিসেবে এসব টুনা মাছের ওজন ছিল ৬০০ পাউন্ড এবং সাইজ ছিল ১০০ ইঞ্চি। নিকটস্থ নদীর মধ্যে এসব টুনা মাছ শিকার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।