আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা জানিয়েছে, তারা আরো চারটি রকেট লাঞ্চার পাঠাবে ইউক্রেনে। রাশিয়ার সঙ্গে যখন ইউক্রেনের যুদ্ধ পাঁচ মাসে পড়লো তখন এই ঘোষণা দিচ্ছে আমেরিকা। খবর পার্সটুডে’র।
গতকাল (বুধবার) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ঘোষণা করেন, আমেরিকা ইউক্রেনকে সর্বশেষ যে সামরিক সহায়তা প্যাকেজ পাঠাচ্ছে তাতে আরো চারটি হাই মবিলিটি রকেট সিস্টেম বা এইচআইএমএআরএস থাকবে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, নতুন সামরিক প্যাকেজে আরো অনেক মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এবং ক্ষেপণাস্ত্র ও গোলাগুলি থাকবে। তিনি বলেন, গত আগস্ট মাস থেকে আমেরিকা এ পর্যন্ত যে সমস্ত সামরিক সহায়তা প্যাকেজ পাঠিয়েছে এটি হবে তার ১৬তম চালান। লয়েড অস্ট্রিন বলেন, “আমরা ইউক্রেনকে দীর্ঘমেয়াদী টেকসই সমর্থন দেব এবং ইউক্রেনের নিরাপত্তা রক্ষার জন্য যে ধরনের প্রযুক্তি ও গোলাবারুদ প্রয়োজন আমরা তাদেরকে তাই সরবরাহ করব।”
আমেরিকা গত মাসে ৪৫ কোটি ডলারের সামরিক সহায়তা পাঠিয়েছে যার মধ্যে রকেট লঞ্চার ছিল।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে এ পর্যন্ত আমেরিকা ইউক্রেনকে ৮০০ কোটি ডলারের অস্ত্রশস্ত্র সরবরাহ করেছে। রাশিয়া বলছে, আমেরিকার এই সমস্ত অস্ত্রের চালান যুদ্ধকে শুধু দীর্ঘায়িত করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।