আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, আমেরিকা হচ্ছে এখন ক্ষয়িষ্ণু শক্তি, দিন দিন তারা দুর্বল হচ্ছে। নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার সঙ্গে গতকাল (বুধবার) রাতে এক টেলিফোন আলাপে তিনি একথা বলেন। খবর পার্সটুডে’র।
প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিন আরো বলেন, নিকারাগুয়ার ওপর আমেরিকা যে চাপ সৃষ্টি করেছে এবং নিষেধাজ্ঞা দিয়েছে তা কাটিয়ে উঠতে তারা সক্ষম হবেন, যেভাবে ইরান কাটিয়ে উঠছে।
ফোনালাপে তিনি নিকারাগুয়ার প্রেসিডেন্টকে স্মরণ করিয়ে দেন, “আমেরিকা ও তার মিত্ররা ইরানের জনগণের জন্য যে বাধা সৃষ্টি করেছে তাতে দেশের উন্নয়ন ঠেকিয়ে রাখা যায় নি। আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি নিকারাগুয়াও আমেরিকার হুমকি এবং নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে পারবে কারণ আমেরিকা হচ্ছে ক্ষয়িষ্ণু শক্তি, তারা দিন দিন দুর্বল হচ্ছে।”
প্রেসিডেন্ট রায়িসি বলেন, বিশ্বের স্বাধীনতা এবং মুক্তিকামী দেশগুলোর ইচ্ছা শক্তির ওপর আমেরিকার এই নিপীড়নমূলক পদক্ষেপ ও চাপ কোনো প্রভাব ফেলতে পারে না।
ফোনালাপে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ইরানের সঙ্গে তার দেশের নানা ক্ষেত্রে সম্পর্ক আরো বাড়ানোর আহ্বান জানান। তিনি আশা করেন- ইরান এবং নিকারাগুয়া একসঙ্গে সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। ওর্তেগা জোর দিয়ে বলেন, তার দেশ আন্তর্জাতিক যেকোন ইস্যুতে ইরানের জনগণের পাশে থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।