Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home আমের মুকুলে স্বপ্ন দেখছেন চুয়াডাঙ্গার চাষিরা
অর্থনীতি-ব্যবসা জাতীয় বিভাগীয় সংবাদ

আমের মুকুলে স্বপ্ন দেখছেন চুয়াডাঙ্গার চাষিরা

জুমবাংলা নিউজ ডেস্কMarch 7, 2020Updated:March 7, 20203 Mins Read
Advertisement

মুকুল

আরিফুল ইসলাম, ইউএনবি: ঋতুরাজ বসন্তের ছোঁয়া লেগেছে আম গাছেও। আম বাগানগুলো মুকুলে মুকুলে ভরে গেছে। চারিদিকে মিষ্টি গন্ধ সুবাস ছড়াচ্ছে। চাষিরাও গাছের পরিচর্যা নিয়ে ব্যস্ত। মুকুলে যাতে পোকামাকড় আক্রমণ করতে না পারে তার জন্য গাছে গাছে স্প্রে করা হচ্ছে। এবার চুয়াডাঙ্গায় আম চাষে কৃষি বিভাগের লক্ষ্যমাত্রাও ছাড়িয়েছে।

স্থানীয় কৃষি বিভাগ জানায়, আবহাওয়া অনুকূলে থাকলে গত বছরের মতো এবারও বাম্পার ফলন হবে।

তবে স্থানীয়দের দাবি, আমে কীটনাশক ও ফরমালিনের ব্যবহাররোধে এখন থেকেই প্রশাসনের নজরদারি দরকার। তা না হলে বিষ-ফরমালিনমুক্ত আম পেতে মুশকিল হবে।

এদিকে জেলার চারটি উপজেলায় আম গাছগুলো মুকুলের ভারে ভেঙে পড়ছে। বাড়ির আঙিনা থেকে বিস্তীর্ণ বাগান পর্যন্ত সব জায়গায় আমের মুকুলের শোভা ছড়াচ্ছে। আর কিছুদিন পরই গুটি আমের দেখা মিলবে।

কৃষকরা বলছেন, এবার বাগানে পর্যাপ্ত পরিমাণ আমের মুকুল এসেছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে ও আবহাওয়া অনুকূলে থাকলে সর্বোচ্চ ফলন সম্ভব।

সদর উপজেলার বেলগাছী গ্রামের আম চাষি সুফিয়ান মন্ডল জানান, মাঘের শেষভাগ থেকেই তারা আম বাগান পরিচর্যা করতে ব্যস্ত রয়েছেন। এবার তার বাগানে পর্যাপ্ত পরিমাণ আমের মুকুল এসেছে।

আলমডাঙ্গা উপজেলার বাড়াদী গ্রামের আম চাষি নবীছদ্দিন মন্ডল বলেন, ‘এ বছর বাগানগুলোতে প্রচুর পরিমাণ মুকুল হয়েছে। তবে পোকামাকড়ের আক্রমণও একটু বেশি। আমরা কৃষি বিভাগের পরামর্শ নিয়ে কীটনাশক স্প্রে করছি।’

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চুয়াডাঙ্গার মাটি ও আবহাওয়া আম চাষের জন্য খুবই উপযোগী। এ জেলাতে প্রতি বছর হিমসাগর, ফজলি, হাড়িভাঙা, ল্যাংড়াসহ সব ধরনের আমই উৎপাদন হয়ে থাকে। মূলত রাজশাহী-চাঁপাই জেলার পর দেশজুড়ে এ জেলার আমের সুখ্যাতি আছে। প্রতি বছর এ জেলার আম জেলার চাহিদা মিটিয়ে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বড় বড় জেলাগুলোর চাহিদা পুরণ করা হয়। দেশের গণ্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও রপ্তানি হয়ে থাকে চুয়াডাঙ্গার আম।

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবরের মতে, দ্রুত আম বাজারজাত করতে কিছু অসাধু ব্যবসায়ীর ক্ষতিকর কীটনাশকসহ রাসায়নিক দ্রব্য মেশানোর প্রবণতা থাকে সব সময়। তার পরামর্শ এখন থেকে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ও স্থানীয় প্রশাসনের নজরদারি দরকার।

চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাশরুর জানান, রাজশাহী অঞ্চলের পরেই এ অঞ্চলের আম সুস্বাদু ও প্রসিদ্ধ। বিশেষ করে এখানকার হিমসাগর আমের বেশ সুনাম রয়েছে। সেটি ধরে রাখতে এবারও বিষমুক্ত নিরাপদ আম উৎপাদনে কাজ করছে কৃষি বিভাগ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু হাসান বলেন, গত বছর জেলাতে ১৮৭৫ হেক্টর জমিতে আমের চাষ হয়েছিল। চলতি বছর লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে ১৯৭৫ হেক্টর। লক্ষ্যমাত্রা অতিক্রম করে আরও বেশি জমিতে আম চাষ হচ্ছে। মূলত আম চাষ লাভজনক হওয়াতে জেলার কৃষকরা আম চাষে ঝুঁকছেন।

এ বছর বিষ ও ফরমালিন মুক্ত আম উৎপাদনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

তিনি জানান, খুব শিগগিরই এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটি মাঠ পর্যায়ে তদারকি করবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় অর্থনীতি-ব্যবসা আমের চাষিরা চুয়াডাঙ্গার দেখছেন বিভাগীয় মুকুলে সংবাদ স্বপ্ন
Related Posts
স্বাগত জানাতে

তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা

December 25, 2025
ঘোষণা যেকোনো সময়

জামায়াতের সঙ্গে এনসিপির জোট, ঘোষণা যেকোনো সময়

December 25, 2025
জনস্রোত

তারেক রহমানকে স্বাগত জানাতে পথে পথে জনস্রোত

December 25, 2025
Latest News
স্বাগত জানাতে

তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতারা

ঘোষণা যেকোনো সময়

জামায়াতের সঙ্গে এনসিপির জোট, ঘোষণা যেকোনো সময়

জনস্রোত

তারেক রহমানকে স্বাগত জানাতে পথে পথে জনস্রোত

৩০০ ফিটে অপেক্ষায় লাখো মানুষ, সংবর্ধনাস্থল জনসমুদ্র

অপেক্ষায় লাখো মানুষ

তারেক রহমানের অনুরোধ রেখেছেন যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরা

দেশবাসী অপেক্ষমাণ

দেশবাসী অপেক্ষমাণ তারেক রহমানকে একনজর দেখার জন্য, দুটি কথা শোনার জন্য: সালাহউদ্দিন

অবতরণ করেছে

সিলেটে অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমান

পার্কিং গাড়ি সরিয়ে সড়ক ফাঁকা

পার্কিং গাড়ি সরিয়ে সড়ক ফাঁকা করছে সেনাবাহিনী

বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ

বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করল তারেক রহমানকে বহনকারী বিমান

খোদা বকশ চৌধুরী

স্বরাষ্ট্র থেকে পদত্যাগ করলেন খোদা বকশ চৌধুরী

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.