Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home জমে উঠেছে রাজশাহীর সবচেয়ে বড় আমের মোকাম ‘বানেশ্বর’
    অর্থনীতি-ব্যবসা বিভাগীয় সংবাদ স্লাইডার

    জমে উঠেছে রাজশাহীর সবচেয়ে বড় আমের মোকাম ‘বানেশ্বর’

    জুমবাংলা নিউজ ডেস্কMay 19, 20232 Mins Read
    Advertisement

    রঞ্জু খন্দকার ও সোহান আমিন, রাজশাহী থেকে: আমের রাজধানী যদি বলা হয় রাজশাহীকে, তবে পুঠিয়া উপজেলার বানেশ্বরকে বলতে হবে এর বাণিজ্যিক রাজধানী। রাজশাহীতে আমের সবচেয়ে বড় মোকাম এটি। এখানকার সড়ক-মহাসড়ক ছাপিয়ে আস্তেধীরে এ বাজার ছড়িয়ে পড়েছে অনলাইনেও। অনলাইনেও বানেশ্বর বাজারের আম বিক্রি করেন অনেকে।

    সর্বশেষ গত মঙ্গলবার গোপালভোগ বাজারে আসার মধ্য দিয়ে বানেশ্বর মোকাম জমজমাট হয়ে উঠছে। এর আগে প্রায় ১০ দিন ধরে বিক্রি হয়েছে গুটি আম।

    সরকারি আমপঞ্জিকা অনুসারে, এবার রাজশাহীতে ৪ মে থেকে গুটি আম পাড়া শুরু হয়। গোপালভোগ ১৫ মে পাড়া শুরু হয়েছে। এরপর লক্ষণভোগ বা লখনা ও রানীপছন্দ ২০ মে এবং হিমসাগর বা ক্ষীরশাপাতি ২৫ মে থেকে বাজারজাত করার কথা। অন্যান্য জাতের আম আরও পরে আসবে বাজারে।

    অবশ্য কয়েকজন চাষি বলেন, গোপালভোগ ১৫ মের আগেই বাগানে পেকেছে। তখন অল্প করে তাঁরা স্থানীয় বাজারে ছেড়েছেন। ১৬ মে থেকে পুরোপুরি বাজারে আনছেন। অনলাইনেও বিক্রি করছেন।

    গত শুক্রবার বানেশ্বর বাজারে গোপালভোগ এনেছিলেন স্থানীয় চাষি আনোয়ার হোসেন। তিনি বলেন, বাগানে আগেই পাকায় তিনি আম এনেছেন। আম পাকা কি না, তিনি ক্রেতাদের ছুড়ি দিয়ে আম কেটে দেখান।

    স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা জানান, বানেশ্বর বাজার থেকে দেশের সব জায়গায় আমের চালান যায়। এখানে দিনে কয়েক শ মণ আম বেচাকেনা চলে। টাকার অঙ্কে তা কয়েক কোটি। দিনে চাষিদের কাছে আম কিনে রাতে তা ট্রাকে করে চলে যায় বিভিন্ন এলাকায়।

    বানেশ্বর বাজারের আমব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, এ বাজারে তিনি দিনে ৫০ মণের বেশি আম বেচাকেনা করেন। তাঁর মতো এখানে শ দুয়েক ব্যবসায়ী আছেন। সে হিসাবে গড়ে এখানে দিনে ১০ হাজার মণ আম বিকিকিনি হয়। ২ হাজার টাকা মণ হিসাবে টাকার অঙ্কে তা দুই কোটি। অনলাইনেও তাঁর আমের ব্যবসা রয়েছে।

    সম্প্রতি গিয়ে দেখা যায়, মহাসড়কের ধার দিয়ে বসেছে পরিচিত বানেশ্বর আমবাজার। চাষিরা ভ্যানে করে আনছেন আম। ভ্যানে থাকতেই পাইকারেরা দর করছেন। মানভেদে গুটি আম প্রায় ১৩শ থেকে ১৫শ, গোপালভোগ ১৫শ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

    পুঠিয়ার আজমত হোসেন এসেছিলেন প্রায় ২০ মণ গোপালভোগ নিয়ে। তিনি বলেন, তাঁর বাগানে আরও আম রয়েছে। প্রথম দফায় ২০ মণ এনেছেন। আরও আনবেন।

    ক্রেতা-বিক্রেতারা জানান, গতবারের তুলনায় এবার আমের দাম কিছুটা কম। গত বছর মৌসুমের শুরুতে গোপালভোগ প্রতি মণ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি হয়েছে। তবে এবার ভালো মানের আম ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৯০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

    বানেশ্বর আমবাজারের ইজারাদার আবুল কালাম আজাদ বলেন, এখনও তেমন উন্নতমানের আম বাজারে আসেনি। তাই দাম কিছুটা কম। তবে বাছাইকৃত আমের মণ সর্বোচ্চ ২০০০ টাকা বিক্রি হচ্ছে। ধীরেধীরে অন্য জাতের আম আসলে এ বাজার পুরোপুরি জমে উঠবে।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘সবচেয়ে ’বানেশ্বর’ অর্থনীতি-ব্যবসা আমের উঠেছে জমে বড় বিভাগীয় মোকাম রাজশাহীর সংবাদ স্লাইডার
    Related Posts
    gazi-2

    গাজীপুরে চোর সন্দেহে কিশোরের মৃত্যু: গণপিটুনি না হত্যা?

    October 18, 2025
    Shibaloy

    বিবাহিতা স্কুল শিক্ষিকার সঙ্গে শ্রমিক দল নেতার অনৈতিক কাণ্ড!

    October 18, 2025
    Upodastha

    আগুনের ঘটনাস্থল পরিদর্শনে বিমান উপদেষ্টা

    October 18, 2025
    সর্বশেষ খবর
    gazi-2

    গাজীপুরে চোর সন্দেহে কিশোরের মৃত্যু: গণপিটুনি না হত্যা?

    Shibaloy

    বিবাহিতা স্কুল শিক্ষিকার সঙ্গে শ্রমিক দল নেতার অনৈতিক কাণ্ড!

    Upodastha

    আগুনের ঘটনাস্থল পরিদর্শনে বিমান উপদেষ্টা

    কার্গো জাহাজে লাগা আগুন

    শাহজালাল বিমানবন্দরের অগ্নি নির্বাপণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা

    বিমান বাহিনী প্রধান

    দক্ষিণ কোরিয়া ও চীন সফরে গেলেন বিমান বাহিনী প্রধান

    Biman Bondor

    শাহজালালের আগুন নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ২ বাহিনী

    বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের

    আমরা একটা ইমার্জেন্সি হ্যান্ডেল করছি, আমাদের সহযোগিতা করুন

    Agun

    শাহজালালে আগুনের কারণে সৌদির ফ্লাইট নামলো সিলেটে

    Nahid

    জুলাই সনদ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জনগণ থেকে ছিটকে গেছে : নাহিদ

    শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুন

    শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.