স্পোর্টস ডেস্ক : হতেই পারে যে চলতি টি-২০ বিশ্বকাপে যুজবেন্দ্র চাহাল এখনও পর্যন্ত খেলার সুযোগ পাননি, কিন্তু, সংবাদ শিরোনামে থাকতে তিনি সবসময় তিনি ভালোবাসেন। রবিবার অর্থাৎ ৩০ অক্টোবর ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে না থেকেও তাঁকে নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়ে গেল। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হতে শুরু করেছে। ভারতীয় ক্রিকেট দল যখন ব্যাট করছিল, সেইসময় ড্রিংক ব্রেকে তিনি অনফিল্ড আম্পায়ারের সঙ্গে মজা করতে শুরু করে দেন। এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা তা উপভোগ করতে শুরু করেছেন।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের প্রথম ইনিংসে রোহিতরা যখন ব্যাট করছিলেন, সেইসময় তৃতীয় ওভারের শেষ বলের আগে ড্রিংক ব্রেক নেওয়া হয়েছিল। সেইসময় মাঠের ভিতরে ভারতের দুই ব্যাটার ছাড়াও ঋষভ পন্থ এবং যুজবেন্দ্র চাহাল উপস্থিত ছিলেন। একদিকে যেখানে পন্থ রাহুল এবং রোহিতের সঙ্গে কথা বলছিলেন, ঠিক সেইসময় চাহাল আম্পায়ারদের পাশে দাঁড়িয়েছিলেন। ভিডিয়োয় স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে, এই হাড্ডাহাড্ডি ম্যাচেও চাহাল কীভাবে আম্পায়ারদের সঙ্গে মজা করছে। কখনও তিনি হাঁটু দিয়ে খোঁচা মারতে যাচ্ছিলেন, কখনও বা আবার হালকা ঘুসি মেরে দৌড় লাগালেন। আম্পায়াররাও চাহালের এই কাণ্ডকারখানায় বেশ মজা পাচ্ছিলেন। প্রায় ৯ সেকেন্ডের এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই লাইমলাইটে চলে এসেছে।
@yuzi_chahal ye kya tha Guru??? #INDvsSA , #yuzichahal pic.twitter.com/bUfTGdVDPu
— GORKHEツVena (@SubashBaral14) October 30, 2022
ভারত–দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে ভারতীয় সমর্থকদের তুলনায় পাকিস্তানীদের আগ্রহ বেশি ছিল। কারন প্রোটিয়া হারলেই পাকিস্তানের সুবিধা হয়ে যেত। সেমিফাইনালে যাওয়ার রাস্তা কিছুটা কন্টকমুক্ত হত। কিন্তু হতাশই হতে হল পাক সমর্থকদের। ভারতকে ৫ উইকেটে হারিয়ে সুপার টুয়েলভে ২ নম্বর গ্রুপে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৩৩/৯। জবাবে ২ বল বাকি থাকতে ১৩৭/৫ তুলে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে আসে প্রোটিয়ারা। দুরন্ত ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকাকে জয়ের পথে এগিয়ে নিয়ে যান এইডেন মার্করাম ও ডেভিড মিলার। শেষ ওভারে নাটক জমে ওঠে। দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য ৬ বলে দরকার ছিল ৬ রান। ভুবনেশ্বরের প্রথম বলে কোনও রান হয়নি। দ্বিতীয় বলে ১ রান নেন পার্নেল। তৃতীয় বল মিলারের ব্যাটের কানায় লেগে বাউন্ডারি হয়ে যায়। চতুর্থ বল বাউন্ডারি হাঁকিকে দলকে কাঙ্খিত জয় এনে দেন মিলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।