স্পোর্টস ডেস্ক: শুধু টেস্ট নয়; ৫০ ওভারের ওয়ানডে ম্যাচেও যে ডাবল সেঞ্চুরি করা যায় তা বিশ্ববাসীকে প্রথম দেখিয়েছেন ক্রিকেটের লিটল মাস্টার শচীন টেন্ডুলকার।
২০১০ সালে ২৪ ফেব্রুয়ারি প্রোটিয়া পেসার ডেল স্টেইনদের তুলোধোনা করে হার না মানা ২০০ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন শচীন। ১৪৭ বলে ২৫ চার ও ৩ ছক্কায় সে ইনিংস সাজিয়েছিলেন তিনি।
গত ১০ বছর ধরে শচীনের সেই অতিমানবীয় ইনিংসের ভূয়সী প্রশংসায় বিশ্ব মেতে থাকলেও এ নিয়ে হঠাৎই নেতিবাচক মন্তব্য করেছেন পেসার ডেল স্টেইন।
ডেল স্টেইনের মতে, আম্পায়ারকে অনুকূলে নিয়ে ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন শচীন। স্টেইনের এমন মন্তব্য ঘিরে ইতিমধ্যে সমালোচনার ঝড় বইছে।
সম্প্রতি স্কাই স্পোর্টসের ব্রডকাস্টের সময় ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনের সঙ্গে এক আলোচনায় স্টেইন বলেন, কার্যত ডাবল সেঞ্চুরি হয়নি শচীনের। এর আগেই তিনি আউট হয়েছিলেন আমার বলে।
স্টেইন বলেন, আমার মনে আছে– ১৯০ রানে খেলছিলেন শচীন। তখন তাকে এলবিডব্লিউ করেছিলাম আমি। কিন্তু আম্পায়ার ইয়ান গোল্ড আউট দেননি।
এর পর এ ঘটনায় এক বিস্ফোরক বার্তা দেন ডেল স্টেইন।
তিনি বলেন, আউট না দেয়ায় আমি হতবাক হয়ে যাই। গোল্ডকে জিজ্ঞেস করি– আউট দিলেন না কেন? এটি তো নিশ্চিত আউট দেখা যাচ্ছে। তখন গোল্ড আমাকে বলেন, দেখ আমি যদি এটা আউট দিতাম, তা হলে হোটেলে ফিরতে পারতাম না।
এদিকে ডেলের এমন বক্তব্যকে শ্রেফ মিথ্যাচার বলছেন ক্রিকেটবোদ্ধারা।
কারণ ওই ম্যাচে শচীন ১৯০ রানে পৌঁছানোর পর স্টেইনের ৩টি বল খেলেছেন শচীন। তিনটিকেই ব্যাট চালিয়ে মোকাবেলা করেন শচীন। কোনও বল প্যাডে লাগেনি তার।
তথ্যসূত্র: এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।