স্পোর্টস ডেস্ক : আম্পায়ারকে গালি দিয়ে বিপাকে পড়েছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার শুভম গিল। আর এই অভিযোগে এখন কাঠগড়ায় দাঁড়াতে যাচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের এ তারকা ব্যাটসম্যান। বড় ধরণের শাস্তির মুখে পড়ার শংকায় রয়েছেন তিনি।
শুক্রবার রঞ্জি ট্রফির ম্যাচে মুখোমুখি হয় দিল্লি বনাম পাঞ্জাব। দিল্লির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিনে শুক্রবার বিতর্কের সূত্রপাত পঞ্জাব ওপেনার শুভমান গিলের একটি আউটের সিদ্ধান্ত নিয়ে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রঞ্জি ট্রফির মধ্য দিয়েই শুক্রবার আম্পায়ার হিসেবে অভিষেক হয় পশ্চিম পাঠকের। আর অভিষেক ম্যাচেই তার সিদ্ধান্ত নিয়ে রীতিমতো সমালোচনা হচ্ছে। শুভমকে কট বিহাইন্ড আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার পশ্চিম পাঠক।
কিন্তু আউটের সিদ্ধান্ত দেয়ার পরও উইকেট ছেড়ে মাঠ থেকে বের হতে চাননি শুভম। শুধু তাই নয়, আউটের সিদ্ধান্ত দেয়ায় আম্পায়ার অভিষেক পাঠকের কাছে গিয়ে গালমন্দ করেন পাঞ্জাবের এ ব্যাটসম্যান।
শুভম মাঠ ত্যাগ না করায় সিদ্ধান্ত পরিবর্তন করেন আম্পায়ার। আউটের সিদ্ধান্ত পরিবর্তন করায় প্রতিবাদ করে মাঠ থেকে বের হয়ে যায় দিল্লি। বেশ কিছু সময় খেলা বন্ধ থাকার পর ম্যাচ রেফারির হস্তক্ষেপে পুনরায় খেলা শুরু হয়।
শুভমের আউটের সিদ্ধান্ত পরিবর্তন করা হলেও লম্বা ইনিংস খেলতে পারেননি। ৪১ বলে ২৩ রান করে ক্যাচ তুলে দিয় ফেরেন তিনি। আম্পায়ার ও ম্যাচ রেফারির রিপোর্টে গালমন্দ করার বিষয়টি যদি প্রমাণিত হয় তাহলে বড় শাস্তি হতে পারে শুভম গিলের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।