আম্বানির মেয়ের ছোট্ট পুতুল ব্যাগের দাম শুনলে উড়ে যাবে রাতের ঘুম

আন্তর্জাতিক ডেস্ক: রিলায়েন্স জিও’র কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani) এইমুহুর্তে শুধু দেশেরই নয় বিশ্বের সেরা ধনীদের মধ্যে অন্যতম। বিলাসবহুল জীবনযাপন করতে তার যে অর্থের কোনো অভাব নেই এ তো সকলেরই জানা কথা। আর এই কারণেই আম্বানি পরিবার কোনো না কোনো কারণে থাকেন আলোচোনার কেন্দ্রবিন্দুতে।

এই যেমন সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে মুকেশ কন্যা ঈশার (Isha Ambani) পুতুল হ্যান্ডব্যাগ (Doll Handbag)। এমনিতেই তিনি কী খেলেন, কোথায় গেলেন, কী পরলেন, এই সবকিছুই আম জনতার আলোচনার টপিক। বিশেষ করে, মুকেশের স্ত্রী নীতা, কন্যা ঈশা এবং পুত্রবধূ শ্লোকার পোশাক, গয়নার সম্ভার দেখলে যে কারোর মাথা ঘুরে যাবে।

ঠিক যেন ৯০ দশকের নায়িকা, কালো শিফন শাড়িতে মোহময়ী জগদ্ধাত্রী, অভিনেত্রীর লুক দেখে ঘুম উড়ল ভক্তদের
যদিও এটাই প্রথম নয়, এর আগেও বহুবার সংবাদমাধ্যমের শিরোনামেও উঠে এসেছেন তারা। এই যেমন নিকট অতীতে মেট গালা ২০২৩’এ (Met Gala 2023) ঈশার হ্যান্ডব্যাগে নজর পড়েছে সবার। কারণ এরকম পুঁচকে পুতুল ব্যাগ বোধহয় এই প্রথম। তবে এই দেখতে পুঁচকে হলেও, এর দামে তৈরি করা যাবে এক আস্ত প্রাসাদ।

আসলে মা নীতার মতোই ঈশাও ফ্যাশন সম্পর্কে ওয়াকিবহাল। দামি দামি শাড়ি গয়নার পাশাপাশি স্টাইল স্টেটমেন্ট নিয়েও সচেতন থাকেন তিনি। যার প্রমাণ পাওয়া গেল মেট গালার রেড কার্পেটে। এইদিনের অনুষ্ঠানের জন্য ঈশা পরেছিলেন, কালো রঙের একটি গাউন। মুকেশ কন্যার এই পোশাকটি ডিজইন করেছেন নামি ডিজাইনার প্রবাল গুরুং।

মুক্তা এবং দামি পাথর বসানো ছিল তার এই পোশাকে। এই সাজটিকে তিনি কম্প্লিট করেছিলেন কপালে টিপ, মাথাপট্টি এবং ভারী গয়নার সাথে। আর এসবের মাঝেই নেটিজেনদের নজর লুফে নিয়েছে ঈশার হাতের পুঁচকে পুতুল ব্যাগটি। মিডিয়ার রিপোর্ট, ঈশার এই ব্যাগটির দাম প্রায় ৩০ হাজার ৫৫০ ডলার। ভারতীয় মুদ্রায় দাম পড়বে ৯৫ হাজার টাকা।

ইবি-থ্রি গ্রীনকার্ডে আমেরিকা যেতে পারেন আপনিও, যা যা লাগবে