বিনোদন ডেস্ক: ‘লাক্স স্টাইল অ্যাওয়ার্ড ২০১৯’ অনুষ্ঠিত হলো পাকিস্তানে। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির শোবিজ অঙ্গনের সব তারকারা। আর এই অনুষ্ঠানেই সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের ‘আম্মাজান’ খ্যাত তারকা অভিনেত্রী শবনম।
৭ জুলাই জমকালো আয়োজনে সম্পন্ন হয় লাক্স স্টাইল অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি। যে অনুষ্ঠানে পাকিস্তানের ফ্যাশন, সংগীত, চলচ্চিত্রসহ সব অঙ্গনের সেলেব্রেটি তারকারা উপস্থিত ছিলেন। আর এই অনুষ্ঠানে শবনমের উপস্থিতি আবেগাপ্লুত করে পাকিস্তানের প্রবীন ও নবীন তারকাদেরও।
শুধু তাই নয়, এই সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা ফয়সাল কোরেশি, অভিনেত্রী সাবা কামারসহ তুমুল জনপ্রিয় শিল্পী আতিফ আসলামও শবনমকে কাছে পেয়ে আবেগাপ্লুত হন। তাঁর সঙ্গে ছবি তুলতেও নাকি হুড়োহুড়ি লেগে গিয়েছিলো। এমনকি শবনমের পা ছুঁয়ে সম্মান জানান আতিফ আসলাম। দর্শক সারি থেকে গাইতে গাইতে শবনমকে মঞ্চে নিয়ে যেতেও দেখা গেছে।
এমন খবরই দিয়েছে পাকিস্তান ভিত্তিক একটি সংবাদ মাধ্যম। যেখানে পাকিস্তানের বর্তমান প্রজন্মের সিনেমা ও সংগীত তারকাদের সঙ্গে শবনমের বেশকিছু ছবি সংযুক্ত করে জানানো হয়, ষাট ও সত্তরের দশকের পাকিস্তানি ছবির তারকা অভিনেত্রী ছিলেন শবনম। তার অভিনীত বেশকিছু ছবি পাকিস্তানিদের কাছে আজও অম্লান। এমনকি এই প্রজন্মের বহু তারকা শবনমকে ‘আইডল’ মানেন বলেও জানানো হয়।
লাক্স স্টাইল অ্যাওয়ার্ড-২০১৯ অনুষ্ঠানটিতে যোগ দিতে গত ৫ জুলাই করাচি পৌঁছেন শবনম। সেখানে পৌঁছানোর পর আয়োজকরা বিমান বন্দরেই তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। ৭ জুলাই লাক্স স্টাইল অ্যাওয়ার্ড-২০১৯ অনুষ্ঠানটিতে উপস্থিত হওয়ার পর শবনমের হাতে আজীবন সম্মাননা পুরস্কারটি তুলে দেন ইউনিলিভারের চেয়ারম্যান সাজিয়া সাঈদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।