ভোজপুরি সিনেমা জগতের সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার সিনেমা অথবা ভিডিও ইউটিউবে আসামাত্রই একেবারে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই। শুধুমাত্র তার নতুন গান নয়, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তিনি ভোজপুরি সিনেমা জগতের এমন একজন তারকা যার নামেই সিনেমা সুপারহিট হয়ে যায়। তার মত তারকা ভোজপুরি সিনেমার জন্য অত্যন্ত লাভকারী কারণ তার জনপ্রিয়তার উপরে ভর করেই ভোজপুরি সিনেমা অন্য মাত্রায় পৌঁছেছে। তিনি ইতিমধ্যেই এমন কিছু ছবিতে অভিনয় করেছেন, যে সমস্ত ছবি ভোজপুরি দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ের মত রাজ্যে দীনেশ লাল যাদবের ছবি এসেছে মানেই সুপারহিট।
তার সঙ্গে আম্রপালি দুবের কেমিস্ট্রি যেনো যেকোনো ভোজপুরি সিনেমায় একেবারে চার চাঁদ লাগিয়ে দেয়। এই রোম্যান্টিক জুটির মুভি তালিকায় এমন কোনো সিনেমা নেই যেটা ফ্লপ হয়েছে মার্কেটে। এখন ভোজপুরি সিনেমা জগতে একাধিক অভিনেত্রীরা অভিনয় করলেও দীনেশ লাল যাদবের সঙ্গে আম্রপালি দুবের মত জুটি এখনো ভোজপুরি সিনেমা জগতে একটাও তৈরি হয়নি। তাদের ছবি যেকোনো সিনেমা হলেই দারুন জনপ্রিয়তা নিয়ে চলে প্রায় বেশ কয়েক মাস ধরে।
এই মুহূর্তে আম্রপালি দুবে এবং নিরাহুয়ার সমস্ত রোমান্টিক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং হয়ে উঠেছে। এই ভোজপুরি গানটির নাম ‘ মেরে মেহবুব’। এই গানটিতে নিরহুয়া ও আম্রপালির অসাধারণ রোমান্টিক কেমিস্ট্রি দেখা যাচ্ছে। দুজনেই একে অপরের ভালোবাসায় সম্পূর্ণ হারিয়ে গেছেন। এই ভোজপুরি গানটি ‘হাম হ্যায় দুলহা হিন্দুস্তানি’ ছবির। গানটিতে আম্রপালি দুবেকে কালো লেহেঙ্গায় নিরহুয়ার সঙ্গে রোমান্টিক নাচ করতে দেখা যায়। নিজের সরলতা আর সৌন্দর্য দিয়ে নিরহুয়াকে পাগল করে দিয়েছেন এই অভিনেত্রী।
আপনাকে বলে রাখি যে, ‘মেরে মেহবুব’ গানটি একসঙ্গে গেয়েছেন অলোক কুমার এবং প্রিয়াঙ্কা সিং। এছাড়াও এই ভিডিওতে দেখা যাবে একটি অত্যন্ত সুন্দর লোকেশনে ভিডিওটির শুটিং করা হয়েছে। দেখে নিন ভিডিওটি।
জুকারবার্গ ফেসবুক ব্যবহারকারীদের টাকা দিচ্ছে, পূরন করতে হবে কয়েকটি শর্ত
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel