আম-কাঁঠালের সাথে আরও যে উপহার নিলেন এই বিশ্বকাপজয়ী ফুটবলার

বাংলাদেশকে বিদায় জানিয়ে বিশ্বকাপ ট্রফি ও ট্রফির সফরসঙ্গীদের নিয়ে ফিফার চার্টার্ড বিমানটি পূর্ব তিমুরের পথে উড়াল দিয়েছে আজ (শনিবার) রাত

স্পোর্টস ডেস্ক : আজ (শনিবার) রাত ১২.২০ মিনিটে বাংলাদেশকে বিদায় জানিয়ে বিশ্বকাপ ট্রফি ও ট্রফির সফরসঙ্গীদের নিয়ে ফিফার চার্টার্ড বিমানটি পূর্ব তিমুরের পথে উড়াল দিয়েছে। এর মধ্যে দিয়ে শেষ হয়েছে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এবং মর্যাদার এই ট্রফির বাংলাদেশ ভ্রমণ। ৮ জুন সকাল ১১ টা ২০ মিনিটে ট্রফিটি নিয়ে ঢাকায় পা রেখেছিলেন ফিফার বিশেষ দূত এবং ১৯৯৮ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স দলের অন্যতম তারকা ফুটবলার ক্রিশ্চিয়ান কারেম্বু। সঙ্গে ছিল ফিফার ৭ সদস্যের প্রতিনিধি দল।

বাংলাদেশকে বিদায় জানিয়ে বিশ্বকাপ ট্রফি ও ট্রফির সফরসঙ্গীদের নিয়ে ফিফার চার্টার্ড বিমানটি পূর্ব তিমুরের পথে উড়াল দিয়েছে আজ (শনিবার) রাত

মেসি, নেইমার, রোনালদোরা যে ট্রফির জন্য লড়েন বিশ্বকাপে সেই ট্রফিকে কাছ থেকে দেখেছেন বাংলাদেশের হাজার হাজার ফুটবলপ্রেমী। ট্রফির ঢাকা ভ্রমণ উপলক্ষে বুধ এবং বৃহস্পতিবার উৎসবে পরিণত হয়েছিল রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লু এবং বনানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়াম। ট্রফি দেখে এবং ট্রফির পাশে দাঁড়িয়ে ছবি তুলে তৃপ্তির ঢেঁকুর তুলেছেন এ দেশের ফুটবলপ্রেমীরা। জীবনের অন্যতম সেরা মুহূর্তটিকে ক্যা্মেরাবন্দি করার সুযোগ করে দিয়েছিল কোকাকোলা।

বুধবার ঢাকায় আনার পর ওই দিন বিকেলে রাষ্ট্রপতি এবং সন্ধ্যায় প্রধানমন্ত্রীকেও প্রদর্শন করা হয়েছে সোনালী ট্রফিটি। বৃহস্পতিবার তুমুল বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হোটেল র্যাডিসন ব্লুতে কেবল ট্রফির সঙ্গে ছবিই তোলেননি দর্শকরা, বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে উপভোগ করেছেন মনোরম কনসার্ট। তিন দিন ঢাকা থেকে এ দেশের মানুষের মধ্যে ফুটবল উম্মাদনার ঢেউ ছড়িয়ে দিয়ে ট্রফি চলে যাচ্ছে আরেকটি দেশে, আরেকটি শহরের মানুষকে ফুটবল উম্মাদনায় উদ্বেলিত করতে।

ফিফার যে প্রতিনিধি দল এই ট্রফি নিয়ে বাংলাদেশে এসেছিল তার মধ্যে প্রধান আকর্ষণ ছিলেন ক্রিশ্চিয়ান কারেম্বু। মাঠের লড়াইয়ে ট্রফি জিতে তাতে চুমু দিয়েছিলেন ১৯৯৮ সালে। ২৪ বছর পর কাতার বিশ্বকাপ উপলক্ষ্যে সেই ট্রফি নিয়ে বিশ্ব ভ্রমন করছেন ফরাসি তারকা কারেম্বু। যাওয়ার সময় তিনি নিয়ে গেছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ভালোবাসা। এই দেশের মানুষের ফুটবলপ্রেম মুগ্ধ করেছেন সাবেক এই ডিফেন্ডিং মিডফিলন্ডারকে।

ঢাকায় এসে কারেম্বু প্রেমে পড়েছিলেন এ সময়ের প্রধান তিনটি ফল আম, কাঁঠাল ও লিচুর। হোটেলে বসে শুধু এ ফলগুলো খেয়েছেন তাই-ই নয়, খাওয়ার জন্য সঙ্গে করে নিয়েও গেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কারেম্বুকে যাওয়ার সময় আম, কাঁঠাল ও লিচু উপহার হিসেবে দিয়েছেন। সফরসঙ্গীদের নিয়ে উড়োজাহাজে বসেই এ তারকা ফুটবলার খাবেন বাংলাদেশের এই প্রিয় ফল।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ফল ছাড়ও আরো কিছু উপহার দেওয়া হয়েছে কারেম্বু ও ট্রফি ট্যুরের প্রধান ফিফা কর্মকর্তা সারাহ মেলান গ্যানডইনকে।

বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, কারেম্বুদের জন্য ৫ কেজি আম, ২০০ লিচু এবং একটি কাঁঠাল উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি কারেম্বুকে উপহার দেওয়া হয়েছে একটি নৌকা এবং সারা মেলান গ্যানডইনকে দেওয়া হয়েছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি।

প্রথমবারের মতো ক্যামেরায় রানি মুখার্জির মেয়ে, কিউটনেস-এ টেক্কা দেবে তৈমুরকে