জুমবাংলা ডেস্ক : বগুড়ার আদমদীঘির পালনকুড়ী গ্রামের ৬ বছর বয়সের এক শিশুকে আম দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে বলাৎকার করে। এ ঘটনায় শিশু পুত্রের বাবা বাদি হয়ে শুক্রবার (১৮জুন) কওমী মাদরাসা ছাত্র ফরহাদ হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে ফরহাদ হোসেন পলাতক রয়েছে।
মামলার তদন্তকারী অফিসার এসআই ফজলুল হক বলেন, আসামি পলাতক আছে গ্রেফতারের জোড় চেষ্টা চালানো হচ্ছে।
মামলাসূত্রে জানা যায়, আদমদীঘির পালনকুড়ী গ্রামের কামাল হোসেনের শিশুপুত্র বৃহস্পতিবার বিকেল সাড়ে ৬টার সময় তাদের বাড়ির খলিয়ানে খেলা করছিলো। প্রতিবেশী নজরুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন শিশু পুত্রকে পাকা আম দেওয়ার নাম করে শয়ন ঘরে নিয়ে জোড়পূর্বক বলাৎকার করে। শিশুটি কান্নাকাটি করলে স্থানীয়রা তাকে রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে অবস্থা আশংকাজনক হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে বর্তমান চিকিৎসাধীন আছে।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, শিশুপুত্রকে বলাৎকার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।