বর্তমান সময়ে এক শ্রেণির মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছেন ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আযহারী। তবে বিভিন্ন কারণে সমালোচিতও হয়েছেন আযহারী। সম্প্রতি দেশের নানা স্থানে তাঁর ওয়াজ মাহফিল বন্ধ ঘোষণা করা হয়েছে, কোথাও বা আবার তিনি প্রতিরোধের মুখে পড়েছেন। এবার মাদারীপুর জেলার কালকিনিতে তাঁর মাহফিল উপলক্ষে মোতায়েন করা হচ্ছে ৩০০ পুলিশ সদস্য। শুক্রবার (২০ ডিসেম্বর) জানা গেছে, যেকোনো ধরনের গণ্ডগোল এড়াতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
কালকিনির সাহেবরামপুর মাদ্রাসা কমিটির আয়োজনে উপজেলার সাহেবরামপুর ইউপির হাইস্কুল মাঠে আগামী ২৫ ডিসেম্বর তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিলে আজহারী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।তার আগমন উপলক্ষে সাহেবরামপুরে চলছে ব্যাপক প্রস্তুতি। উপজেলার বিভিন্ন এলাকায় ইতিমধ্যে মাইকিং করা হয়েছে। এছাড়া তার আগমনকে ঘিরে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রচার-প্রচারণার ঝড়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।